যশোরের মনিরামপুরে হরিদাসকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) মোশাররফ হোসেনকে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুর রহমান (৪০) ও হোগলাডাঙ্গা এলাকার আসাদুজ্জামান আসাদ (৫০)। এর আগে সোমবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনকে আসামি করে মনিরামপুর থানায় মামলা দায়ের করেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ ও সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাতে নায়েব মোশাররফ হোসেন তিনজনকে আসামি করে মামলা দিয়েছেন। রাতেই অভিযুক্ত মাহাবুর ও আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতে হাজির করা হয়েছে।’
আহত ভূমি কর্মকর্তা মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হোগলাডাঙ্গা বাজারে সরকারি খাসজমি আছে। সম্প্রতি বাজারের ইজারা হয়েছে। হোগলাডাঙ্গা বাজারের সরকারি জমির পাশে ব্যক্তিমালিকানা জমি রয়েছে। কয়েক দিন আগে আমি ঘুরে এসে এসিল্যান্ড স্যারের কাছে জমির পরিমাণ উল্লেখ করে প্রতিবেদন দিয়েছি।’
তিনি বলেন, ‘ঘটনার দিন সকালে কানুনগো আকরাম হোসেন হোগলাডাঙ্গা বাজারে সরকারি জমি মাপতে যান। কানুনগোকে সহায়তা করতে সেখানে আমি গিয়েছিলাম। বেলা ১টার দিকে মোটরসাইকেল নিয়ে অফিসের উদ্দেশে বের হই। তখন হোগলাডাঙ্গা বাজারে আমাকে গতিরোধ করে মারধর করা হয়। প্রথমে মাহাবুর আমাকে কিল-ঘুষি মারেন। এরপর আসাদ মোটরসাইকেলের হেলমেট নিয়ে মাথায় আঘাত করে আমাকে জখম করেন।’
নায়েব মোশারফ হোসেন বলেন, ‘হামলাকারীদের অভিযোগ, আমি ব্যক্তিমালিকানা জমি সরকারি জমি দেখিয়ে প্রতিবেদন দিয়েছি। এই অভিযোগে তাঁরা আমাকে আঘাত করেছেন।’
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আহত নায়েবকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।’
মনিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অরবিন্দু হাজরা আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত মাহাবুর রহমান আমার উপজেলা কমিটির সদস্য। তাঁর বিষয়টি নিয়ে আজ সন্ধ্যায় কমিটির অন্য সদস্যদের সঙ্গে বসব।’
যশোরের মনিরামপুরে হরিদাসকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) মোশাররফ হোসেনকে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুর রহমান (৪০) ও হোগলাডাঙ্গা এলাকার আসাদুজ্জামান আসাদ (৫০)। এর আগে সোমবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনকে আসামি করে মনিরামপুর থানায় মামলা দায়ের করেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ ও সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাতে নায়েব মোশাররফ হোসেন তিনজনকে আসামি করে মামলা দিয়েছেন। রাতেই অভিযুক্ত মাহাবুর ও আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতে হাজির করা হয়েছে।’
আহত ভূমি কর্মকর্তা মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হোগলাডাঙ্গা বাজারে সরকারি খাসজমি আছে। সম্প্রতি বাজারের ইজারা হয়েছে। হোগলাডাঙ্গা বাজারের সরকারি জমির পাশে ব্যক্তিমালিকানা জমি রয়েছে। কয়েক দিন আগে আমি ঘুরে এসে এসিল্যান্ড স্যারের কাছে জমির পরিমাণ উল্লেখ করে প্রতিবেদন দিয়েছি।’
তিনি বলেন, ‘ঘটনার দিন সকালে কানুনগো আকরাম হোসেন হোগলাডাঙ্গা বাজারে সরকারি জমি মাপতে যান। কানুনগোকে সহায়তা করতে সেখানে আমি গিয়েছিলাম। বেলা ১টার দিকে মোটরসাইকেল নিয়ে অফিসের উদ্দেশে বের হই। তখন হোগলাডাঙ্গা বাজারে আমাকে গতিরোধ করে মারধর করা হয়। প্রথমে মাহাবুর আমাকে কিল-ঘুষি মারেন। এরপর আসাদ মোটরসাইকেলের হেলমেট নিয়ে মাথায় আঘাত করে আমাকে জখম করেন।’
নায়েব মোশারফ হোসেন বলেন, ‘হামলাকারীদের অভিযোগ, আমি ব্যক্তিমালিকানা জমি সরকারি জমি দেখিয়ে প্রতিবেদন দিয়েছি। এই অভিযোগে তাঁরা আমাকে আঘাত করেছেন।’
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আহত নায়েবকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।’
মনিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অরবিন্দু হাজরা আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত মাহাবুর রহমান আমার উপজেলা কমিটির সদস্য। তাঁর বিষয়টি নিয়ে আজ সন্ধ্যায় কমিটির অন্য সদস্যদের সঙ্গে বসব।’
গত ১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে সদর হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক মো. জামাল হোসেন এবং সিভিল সার্জনের চালক মো. আবু বকর ছিদ্দিককে ভোলায় বদলি করা হয়। কিন্তু তাঁদের বদলির পর সদর হাসপাতালে কোনো বিকল্প চালক না দিয়ে আদেশ কার্যকর করায় হাসপাতালের জরুরি পরিবহনসেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
১৫ মিনিট আগেসেদিনের সেই দুঃসহ স্মৃতি এখনো বয়ে বেড়ান স্বজনেরা। ছেলের ছবি বুকে নিয়ে নিরবে-নিভৃতে কাঁদেন গর্ভধারিণী মা। দিনটি এলেই শোকে বিহ্বল হয়ে পড়েন স্বজন, সহপাঠী ও শিক্ষকরা। এখন স্মৃতি বলতে শুধু ছবির সেই বাঁধানো ফ্রেম। পুত্রহারা বাবা-মা সেই ছবি নিয়ে বুক চাপড়াতে চাপড়াতে আহাজারি করেন।
২০ মিনিট আগে২০২০ সালে তাঁরা থাইল্যান্ড থেকে আমদানি করেন ৪০০টি রামবুটানের চারা। শুরুতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে কিছু চারা মারা গেলেও বর্তমানে বাগানে ২১২টি গাছ রয়েছে। ২০২৩ সালে এই বাগানে প্রথম ফলন আসে।
৩৬ মিনিট আগেরিতার মা অসুস্থ থাকায় দুইদিন ধরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এমতাবস্থায় রিতা বাসায় একা ছিল। দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে সে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর পায়। এতে মানসিকভাবে ভেঙ্গে পড়ে রিতা।
১ ঘণ্টা আগে