মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন পথচারী। আজ রোববার বেলা ২টার দিকে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর সরকারি কলেজ মোড়ে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ চালকসহ ঘাতক বাসটিকে আটক করেছে। চালকের নাম আব্দুল গণি (৩৫)। তিনি উপজেলার চালুয়াহাটি এলাকার খোকন মোড়লের ছেলে।
নিহতরা হলেন গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার রাজা মিঞার ছেলে রতন মিঞা (২৫) ও মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আব্দুল খালেক দফাদারের ছেলে নাজমুল শেখ (৪০)।
আহত তিনজন ভ্যানের চালক ও যাত্রী। তাঁদের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বাবলু নামে একজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ইবরাহিম গাজী বলেন, যাত্রীবাহী বাসটি মনিরামপুর বাজার হয়ে যশোরে যাচ্ছিল। আর একটি ভ্যান যাত্রী নিয়ে মনিরামপুর বাজারের দিকে আসছিল। বাসটি কলেজ মোড়ে এলে ভ্যানের সামনে ধাক্কা দেয়। এ সময় ভ্যান থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান রতন। এরপর বাসটি পালিয়ে যেতে চাইলে পথচারী নাজমুল শেখ বাধা দিতে চান। তখন বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান নাজমুল।
মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান বলেন, মনিরামপুর কলেজ মোড়ে যশোরগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে দুজন নিহতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বাসের ধাক্কায় তিনজন আহত হয়েছে। তাদের মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় দায়ী বাস ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যশোরের মনিরামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন পথচারী। আজ রোববার বেলা ২টার দিকে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর সরকারি কলেজ মোড়ে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ চালকসহ ঘাতক বাসটিকে আটক করেছে। চালকের নাম আব্দুল গণি (৩৫)। তিনি উপজেলার চালুয়াহাটি এলাকার খোকন মোড়লের ছেলে।
নিহতরা হলেন গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার রাজা মিঞার ছেলে রতন মিঞা (২৫) ও মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আব্দুল খালেক দফাদারের ছেলে নাজমুল শেখ (৪০)।
আহত তিনজন ভ্যানের চালক ও যাত্রী। তাঁদের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বাবলু নামে একজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ইবরাহিম গাজী বলেন, যাত্রীবাহী বাসটি মনিরামপুর বাজার হয়ে যশোরে যাচ্ছিল। আর একটি ভ্যান যাত্রী নিয়ে মনিরামপুর বাজারের দিকে আসছিল। বাসটি কলেজ মোড়ে এলে ভ্যানের সামনে ধাক্কা দেয়। এ সময় ভ্যান থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান রতন। এরপর বাসটি পালিয়ে যেতে চাইলে পথচারী নাজমুল শেখ বাধা দিতে চান। তখন বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান নাজমুল।
মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান বলেন, মনিরামপুর কলেজ মোড়ে যশোরগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে দুজন নিহতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বাসের ধাক্কায় তিনজন আহত হয়েছে। তাদের মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় দায়ী বাস ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঝিনাইদহে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহাবুব আলম এ রায় ঘোষণা করেন।
১ সেকেন্ড আগে‘অনেকে নির্বাচনে দেরি করতে চায়, বাধা দিতে চায়, আটকাতে চায়’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা সরকারকে পরিষ্কার করে বলতে চাই, নির্বাচনের যত দেরি হবে, তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, চাকরির সুযোগ তৈরি হবে না, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইনশৃঙ্খলা
১১ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ অন্তত ১২ বাসযাত্রী।
১২ মিনিট আগেযশোরে ইন্টার্ন চিকিৎসক পরিচয়ে রোগীর কাছে থেকে টাকা নেওয়ার অভিযোগে আব্দুর রহমান জাকির (২৭) নামের এক যুবককে আটক করা হয়েছে। আজ সোমবার (৭ জুলাই) দুপুরে যশোর জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
২৫ মিনিট আগে