চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় এক যৌতুক মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সেই সঙ্গে বাদীকে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন। এতে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় করা মামলায় আসামি অর্ণব হাসানকে খালাস দেওয়া হয়। পাশাপাশি অভিযোগকারী মোছা. শিরিন আক্তার মুক্তিকে একই আইনের ৬ ধারায় দোষী সাব্যস্ত করা হয়।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইল জীবনা গ্রামের শিরিন ঝিনাইদহের আরাপপুর গ্রামের অর্ণবের বিরুদ্ধে যৌতুকের অভিযোগ আনেন। তবে বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিক বিশ্লেষণে আদালত দেখতে পান, কথিত ঘটনার তারিখ ও সময়ে অভিযোগকারী ও আসামির মধ্যে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক বিদ্যমান ছিল না। বরং বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছিল ঘটনার প্রায় ৫ মাস ৪ দিন আগেই।
আদালত বলেন, মামলায় উপস্থাপিত সাক্ষীদের সাক্ষ্যে পরস্পরবিরোধিতা ও অসংগতি ছিল। বিশেষত ঘটনার প্রকৃতি সম্পর্কে প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বক্তব্যে গুরুতর বিরোধ ও অসংলগ্ন থাকায় তাঁদের সাক্ষ্য বিশ্বাসযোগ্যতা হারায়। এই অবস্থায় মামলার ঘটনা মিথ্যা প্রমাণিত হয়। আসামিকে ফাঁসাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে বলে আদালতের পর্যবেক্ষণে উঠে আসে।
বাদীকে দোষী সাব্যস্ত করে আদালত নির্দেশ দেন, আগামী ৩০ দিনের মধ্যে তাঁকে অর্থদণ্ড পরিশোধ করতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি ও সাজা পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হবে।
আসামিপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন রকি বলেন, ‘বাংলাদেশের আইন কাঠামো থেকে কেউ মুখ ফিরিয়ে নিক, এটা কখনোই আমাদের কাম্য নয়। প্রত্যেকে যেন ন্যায়বিচার পান। সব সাক্ষ্য-প্রমাণ বিবেচনা করে নির্দোষ হওয়ায় আদালত মামলার আসামিকে খালাস এবং মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় অভিযোগকারীকে দণ্ড দিয়েছেন।’
চুয়াডাঙ্গায় এক যৌতুক মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সেই সঙ্গে বাদীকে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন। এতে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় করা মামলায় আসামি অর্ণব হাসানকে খালাস দেওয়া হয়। পাশাপাশি অভিযোগকারী মোছা. শিরিন আক্তার মুক্তিকে একই আইনের ৬ ধারায় দোষী সাব্যস্ত করা হয়।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইল জীবনা গ্রামের শিরিন ঝিনাইদহের আরাপপুর গ্রামের অর্ণবের বিরুদ্ধে যৌতুকের অভিযোগ আনেন। তবে বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিক বিশ্লেষণে আদালত দেখতে পান, কথিত ঘটনার তারিখ ও সময়ে অভিযোগকারী ও আসামির মধ্যে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক বিদ্যমান ছিল না। বরং বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছিল ঘটনার প্রায় ৫ মাস ৪ দিন আগেই।
আদালত বলেন, মামলায় উপস্থাপিত সাক্ষীদের সাক্ষ্যে পরস্পরবিরোধিতা ও অসংগতি ছিল। বিশেষত ঘটনার প্রকৃতি সম্পর্কে প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বক্তব্যে গুরুতর বিরোধ ও অসংলগ্ন থাকায় তাঁদের সাক্ষ্য বিশ্বাসযোগ্যতা হারায়। এই অবস্থায় মামলার ঘটনা মিথ্যা প্রমাণিত হয়। আসামিকে ফাঁসাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে বলে আদালতের পর্যবেক্ষণে উঠে আসে।
বাদীকে দোষী সাব্যস্ত করে আদালত নির্দেশ দেন, আগামী ৩০ দিনের মধ্যে তাঁকে অর্থদণ্ড পরিশোধ করতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি ও সাজা পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হবে।
আসামিপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন রকি বলেন, ‘বাংলাদেশের আইন কাঠামো থেকে কেউ মুখ ফিরিয়ে নিক, এটা কখনোই আমাদের কাম্য নয়। প্রত্যেকে যেন ন্যায়বিচার পান। সব সাক্ষ্য-প্রমাণ বিবেচনা করে নির্দোষ হওয়ায় আদালত মামলার আসামিকে খালাস এবং মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় অভিযোগকারীকে দণ্ড দিয়েছেন।’
জুলাই ঐক্য বিনষ্টকারী এবং উপদেষ্টা পরিষদের ভারতীয় দোসরদের অপসারণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে ‘জুলাই ঐক্য’। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়টির রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জুলাই ঐক্যের সংগঠকেরা।
২ ঘণ্টা আগেবগুড়া শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টার দিকে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খোট্টাপাড়া ইউনিয়নের বোহাইল গ্রামের মাহবর রহমানের ছেলে আব্দুল্লাহ আল ফারুখ স্থানীয়দের কাছে ফারুখ চেয়ারম্যান...
৪ ঘণ্টা আগেখুলনায় চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম ববিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে খানজাহান আলী থানা-পুলিশ শিরোমণি এলাকার তেঁতুলতলা থেকে তাঁকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার বিকেলে খুলনার যুগ্ম দায়রা জজ আদালতে উপস্থাপন করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের যাত্রা শুরু হয় ২০০১ সালের ২৪ মার্চ। দুই যুগ পর আজ বৃহস্পতিবার কেন্দ্রটি থেকে স্থানীয় সংবাদের ইংরেজি বুলেটিন প্রচার শুরু হয়েছে।
৪ ঘণ্টা আগে