Ajker Patrika

গ্রামবাসীর আবদার রাখতে হেলিকপ্টারে চড়ে বাড়িতে এলেন প্রবাসী ৩ ভাই

ঝিনাইদহ প্রতিনিধি
গ্রামবাসীর আবদার রাখতে হেলিকপ্টারে চড়ে বাড়িতে এলেন প্রবাসী ৩ ভাই

পরিবারের সচ্ছলতা ফিরাতে প্রায় ১৬ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান হারুন বিশ্বাস, সাব্বির বিশ্বাস ও সালমান বিশ্বাস। এরই মাঝে কয়েকবার ছুটিতে দেশে আসেন তাঁরা। কিন্তু গ্রামের মানুষের দাবি ছিল, তাঁরা যেন একদিন হেলিকপ্টারে চড়ে বাড়িতে আসেন। আর তাইতে গ্রামবাসীর আবদার রাখতে হেলিকপ্টারে চড়ে বাড়িতে এলেন এই তিন ভাই। 

ব্যতিক্রম এ ঘটনা ঘটেছে ঝিনাইদহের সদর উপজেলার গড়িয়ালা গ্রামে। আজ বুধবার দুপুর ২টার দিকে ওই তিন ভাই হেলিকপ্টারে চড়ে গড়িয়ালা গ্রামের মাঠে নামেন। এ সময় প্রবাসী তিন ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গ্রামবাসী। 

এর আগে সৌদি আরব থেকে বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তাঁরা। 

স্থানীয়রা জানান, মরুর দেশ সৌদি আরবে থাকা অবস্থায় ওই তিন ভাই কয়েকবার বাড়িতে এসেছেন। কিন্তু গ্রামের মানুষের দাবি ছিল, তাঁরা যেন একদিন হেলিকপ্টারে চড়ে গ্রামে আসেন। প্রবাসে থাকলেও শৈশব-কৈশোরে বেড়ে ওঠা গ্রামের প্রিয় মানুষের কথা ভুলে যাননি তাঁরা। সময় পেলেই গ্রামের মানুষের খোঁজ রাখতেন। সাধ্য অনুযায়ী সামাজিক প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের সহযোগিতা করতেন। দীর্ঘদিন পর তাঁরা গ্রামে আসছেন। গ্রামের মানুষের চমকে দিতেই তাঁরা হেলিকপ্টারে চড়ে আসেন। আজ দুপুরে তাঁরা গড়িয়ালা গ্রামের মাঠে নামেন। তাঁদের দেখতে হাজার হাজার মানুষ সেখানে ভিড় করেন। 
 
তাদের দেখতে আসা স্থানীয় বসির উদ্দীন বলেন, ওরা তিন ভাই খুব ভালো মানুষ। গ্রামের কেউ বিপদ আপদে তাদের সরনাপন্নহলে সাধ্য মতো চেষ্টা করে। তারা হেলিকপ্টারে আসছেন সংবাদে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে। 

সৌদি থেকে আসা প্রতিবেশী হযরত আলী বলেন, ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে একটি প্রতিষ্ঠানের হেলিকপ্টার ভাড়া করে তারা এসেছেন। 

সৌদি ফেরত হারুন বিশ্বাস বলেন, ‘দীর্ঘদিন বাইরে রয়েছি। গ্রামের প্রতিবেশী ও আত্মীয়দের দাবির কারণে হেলিকপ্টার ভাড়া করি। এ ছাড়া পথে নানা ধকলের কথা চিন্তা করে তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হেলিকপ্টারে আসা। এটা অনেকটা বিনোদনই বলা যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত