Ajker Patrika

শরণখোলার লোকালয়ে আবারও বাঘ, আতঙ্কে স্থানীয়রা

বাগেরহাট প্রতিনিধি
শরণখোলার লোকালয়ে আবারও বাঘ, আতঙ্কে স্থানীয়রা

শরণখোলার লোকালয়ে আবারও বাঘ আতঙ্কে মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সুন্দরবন থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার উপজেলার খেজুরবাড়ীয়া গ্রামে চলে আসে। এ বিষয়ে মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হয়।

শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়ন পরিষদের খেজুরবাড়ীয়া ওয়ার্ড মেম্বার আবুল হোসেন খান বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আমি ও আমার ছেলে শাহিন খেজুরবাড়ীয়া গ্রামে আমাদের মাছের খামার পাহারার জন্য গেলে খামারের পাশে টর্চ লাইটের আলোয় খোলা মাঠে একটি বাঘকে শুয়ে থাকতে দেখি। পরে আমরা ডাক ও চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসে। এ সময় বাঘটি পাশেই একটি ছোট নালা খাল লাফিয়ে সুন্দরবনের দিকে দৌড়ে যায়।’ ঘটনাস্থল থেকে সুন্দরবনের দূরত্ব দুই কিলোমিটারেরও বেশি বলে ওই মেম্বার জানান। 

খেজুরবাড়ীয়া গ্রামের এনামুল হক খান বাঘ আতঙ্কে নির্ঘুম রাত কাটানোর কথা জানিয়ে বলেন, পরে এলাকার মসজিদগুলো থেকে গ্রামে বাঘ ঢোকার খবর মাইকিং করে জানিয়ে মানুষজনকে সাবধানে থাকতে বলা হয়েছে। 

ধানসাগর এলাকার গ্রাম পুলিশ তোফাজ্জেল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে বাঘটি পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের টগড়াবাড়ী এলাকার বন থেকে লোকালয়ে প্রবেশ করে থাকতে পারে। 

এ বিষয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশন কর্মকর্তা আব্দুস সবুর বলেন, ‘খবর পেয়ে শুক্রবার সকালে বনরক্ষী, সিপিজি ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের কাছ থেকে বাঘ আসার খবর পেয়ে তাদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে বনরক্ষীরা বাঘটির গতিবিধি লক্ষ্য রাখতে এলাকায় তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত