Ajker Patrika

খোকসায় নছিমন-করিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২  

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১২: ২৫
খোকসায় নছিমন-করিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২  

কুষ্টিয়ার খোকসায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন, করিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসার কাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন খোকসা উপজেলার সমসপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে সাব্বির (২০) ও একই এলাকার আজম আলীর ছেলে আসলাম (২৩)। তাঁরা মোটরসাইকেলের আরোহী ছিলেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আসিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত ৮টার দিকে খোকসার কাদিরপুর এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন, করিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে খোকসা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

ওসি আরও বলেন, নিহত ব্যক্তিরা মোটরসাইকেল আরোহী ছিলেন। ওই ঘটনায় বাকি আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত