Ajker Patrika

ডুমুরিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ডুমুরিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনার ডুমুরিয়ায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে তার মরদেহ উদ্ধার করা হয়। ১৫ বছর বয়েসি ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার সকালে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওই কিশোরীর পরিবারের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার দুপুরে বাবা-মার সঙ্গে অর্পিতা পাশের এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে সে একাই বাড়ি ফেরে। পরে রাত ১০টার দিকে তার বাবা-মা এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও মেয়ের সাড়া না পেয়ে তাঁরা জানালা দিয়ে দেখতে পান ঘরের আড়ার সঙ্গে মেয়ের মরদেহ ঝুলছে। পরে মধ্যরাতে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় ওই কিশোরীর মা ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি শেখ কনি মিয়া বলেন, ‘সুরতহালে অর্পিতার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। রিপোর্ট পেলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।’ 

জানা গেছে, অর্পিতা বৃহস্পতিবার সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে লেখে, ‘বছরের প্রথম দিনটা স্মরণীয় হয়ে থাক।’ 

ডুমুরিয়া থানার রেকর্ড বুক থেকে জানা গেছে, চলতি বছরে এই নিয়ে উপজেলায় ২৫ জন আত্মহত্যা করেছেন। এর আগে, ২০২১ সালে ৭৬ জন, ২০২০ সালে ৭৪ জন, ২০১৯ সালে ৬৫ ও ২০১৮ সালে ৫৬ জন আত্মহত্যা করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত