বেনাপোল (যশোর) প্রতিনিধি
পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো বেনাপোল থেকে যাত্রীবাহী ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’ যাত্রা শুরু করেছে। এ আগে রেলটি যমুনা সেতু হয়ে ঢাকায় যেত।
আজ বৃহস্পতিবার বেলা ১টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে রাত সাড়ে ৮টায় ঢাকায় পৌঁছাবে বেনাপোল এক্সপ্রেস। পরের দিন সকাল ৭টা ২০ মিনিটে আবার যাত্রী নিয়ে ফিরবে ট্রেনটি। বেনাপোল রেলস্টেশন থেকে সাড়ে ৩০০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। তবে যাত্রাপথে অন্যান্য স্টেশন থেকে আরও যাত্রী উঠবে এই ট্রেনে।
এর আগে পদ্মা সেতুতে সড়কপথে যানবাহনে বেনাপোল বন্দর থেকে যাত্রী ও পণ্য পরিবহন সেবা চালু হয়েছে। আজ থেকে এ রুটে যাত্রীরা পাচ্ছে রেলসেবা।
ভারতীয় পাসপোর্টধারী যাত্রী কমলেশ বিশ্বাস জানান, নিরাপদ ও স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুযোগ সৃষ্টিতে খুশি তাঁরা। প্রথম যাত্রী হয়ে তিনি বেনাপোল এক্সপ্রেসে টিকিট নিয়েছেন।
জানা গেছে, গত বছরের ২৫ জুন পদ্মার বুকে সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ, পশ্চিমাঞ্চলের ২১টি জেলা যুক্ত হয়। দূরত্ব কমে আসায় গত এক বছরে যোগাযোগ খাতে সুফল মেলে যাতায়াত ও বাণিজ্যে। এরই মধ্যে মানুষের জীবনযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিতে এবার পদ্মা সেতুতে চালু হলো রেলসেবা। গতকাল খুলনা থেকে যাত্রী নিয়ে রেল পদ্মা পাড়ি দিলেও আজ বেনাপোল থেকে যাত্রী নিয়ে ‘বেনাপোল এক্সপ্রেস’ রুট পরিবর্তন করে যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু হয়ে যায় ঢাকায়। প্রথম পর্যায়ে কেবল যাত্রীবাহী রেল চলাচলের সুবিধা হলেও পরে মিলবে রেলে পণ্য পরিবহন সেবা।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, বাণিজ্যিক কাজে ব্যবসায়ীদের রেলসেবা বড় ভূমিকা রাখবে। এ উন্নয়ন কার্যক্রম দেশের অর্থনীতিকে আগামীতে আরও বেগবান করতে ভূমিকা রাখবে।
বেনাপোল রেলওয়ে নিরাপত্তা কর্মকর্তা ইমদাদুল হক জানান, যাত্রীদের নিরাপত্তাব্যবস্থা আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বর্তমানে বেনাপোল রেলস্টেশন থেকে ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস, খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস ও খুলনা-বেনাপোল রুটে বেতনা এক্সপ্রেস সার্ভিস চালু রয়েছে। আগে বেনাপোল এক্সপ্রেস যমুনা সেতু হয়ে যেত ঢাকায়। ২ নভেম্বর থেকে পদ্মা পাড়ি দিয়ে বেনাপোল এক্সপ্রেস যায় ঢাকায়। পদ্মা পাড়ির সুযোগে রেল ভ্রমণে যাত্রীর সংখ্যা সামনের দিনে আরও বাড়বে জানান তিনি। এ ছাড়া খুব শিগগিরই নড়াইল হয়ে রেল যাবে ঢাকায়। তখন ঢাকা-বেনাপোলের দূরত্ব ও সময় অর্ধেকে কমে আসবে।
পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো বেনাপোল থেকে যাত্রীবাহী ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’ যাত্রা শুরু করেছে। এ আগে রেলটি যমুনা সেতু হয়ে ঢাকায় যেত।
আজ বৃহস্পতিবার বেলা ১টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে রাত সাড়ে ৮টায় ঢাকায় পৌঁছাবে বেনাপোল এক্সপ্রেস। পরের দিন সকাল ৭টা ২০ মিনিটে আবার যাত্রী নিয়ে ফিরবে ট্রেনটি। বেনাপোল রেলস্টেশন থেকে সাড়ে ৩০০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। তবে যাত্রাপথে অন্যান্য স্টেশন থেকে আরও যাত্রী উঠবে এই ট্রেনে।
এর আগে পদ্মা সেতুতে সড়কপথে যানবাহনে বেনাপোল বন্দর থেকে যাত্রী ও পণ্য পরিবহন সেবা চালু হয়েছে। আজ থেকে এ রুটে যাত্রীরা পাচ্ছে রেলসেবা।
ভারতীয় পাসপোর্টধারী যাত্রী কমলেশ বিশ্বাস জানান, নিরাপদ ও স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুযোগ সৃষ্টিতে খুশি তাঁরা। প্রথম যাত্রী হয়ে তিনি বেনাপোল এক্সপ্রেসে টিকিট নিয়েছেন।
জানা গেছে, গত বছরের ২৫ জুন পদ্মার বুকে সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ, পশ্চিমাঞ্চলের ২১টি জেলা যুক্ত হয়। দূরত্ব কমে আসায় গত এক বছরে যোগাযোগ খাতে সুফল মেলে যাতায়াত ও বাণিজ্যে। এরই মধ্যে মানুষের জীবনযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিতে এবার পদ্মা সেতুতে চালু হলো রেলসেবা। গতকাল খুলনা থেকে যাত্রী নিয়ে রেল পদ্মা পাড়ি দিলেও আজ বেনাপোল থেকে যাত্রী নিয়ে ‘বেনাপোল এক্সপ্রেস’ রুট পরিবর্তন করে যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু হয়ে যায় ঢাকায়। প্রথম পর্যায়ে কেবল যাত্রীবাহী রেল চলাচলের সুবিধা হলেও পরে মিলবে রেলে পণ্য পরিবহন সেবা।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, বাণিজ্যিক কাজে ব্যবসায়ীদের রেলসেবা বড় ভূমিকা রাখবে। এ উন্নয়ন কার্যক্রম দেশের অর্থনীতিকে আগামীতে আরও বেগবান করতে ভূমিকা রাখবে।
বেনাপোল রেলওয়ে নিরাপত্তা কর্মকর্তা ইমদাদুল হক জানান, যাত্রীদের নিরাপত্তাব্যবস্থা আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বর্তমানে বেনাপোল রেলস্টেশন থেকে ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস, খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস ও খুলনা-বেনাপোল রুটে বেতনা এক্সপ্রেস সার্ভিস চালু রয়েছে। আগে বেনাপোল এক্সপ্রেস যমুনা সেতু হয়ে যেত ঢাকায়। ২ নভেম্বর থেকে পদ্মা পাড়ি দিয়ে বেনাপোল এক্সপ্রেস যায় ঢাকায়। পদ্মা পাড়ির সুযোগে রেল ভ্রমণে যাত্রীর সংখ্যা সামনের দিনে আরও বাড়বে জানান তিনি। এ ছাড়া খুব শিগগিরই নড়াইল হয়ে রেল যাবে ঢাকায়। তখন ঢাকা-বেনাপোলের দূরত্ব ও সময় অর্ধেকে কমে আসবে।
খাগড়াছড়ির সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল হয়েছে। আজ রোববার সকালে জেলার দীঘিনালা উপজেলায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভ করে।
১ সেকেন্ড আগেট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
১৫ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
৩০ মিনিট আগে