খুলনা প্রতিনিধি
দুদকের ঘুষ গ্রহণ মামলায় খুলনার একটি আদালত কয়রা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। হাবিবুল্লাহ বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের বাসিন্দা।
আজ মঙ্গলবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন। এ সময় আসামি হাবিবুল্লাহ আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী আজকের পত্রিকাকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, কয়রা উপজেলা উপসহকারী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহ উপজেলা হেডকোয়ার্টার-হায়াতখালী জিসি-গিলাবাড়ী জিসি সড়ক পুনর্বাসন (অংশ ১) প্রকল্পে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। ওই কাজের ঠিকাদার ছিলেন মো. জাহাঙ্গীর মুন্সি। কাজের জন্য প্রকৌশলী হাবিবুল্লাহ ১ লাখ টাকা ঘুষ দাবি করলে ঠিকাদার তাঁকে ৫০ হাজার টাকা দিতে রাজি হন। প্রাথমিক পর্যায়ে তাঁকে ১০ হাজার টাকা দেওয়া হয়।
২০১৪ সালের ১৫ এপ্রিল ঘুষ দাবি এবং সম্ভাব্য লেনদেনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক বরাবর কাজের ঠিকাদার আবেদন করেন। তাঁরা আবেদন গ্রহণ করে অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ করা হবে বলে জানান। পরে দুদক কর্মকর্তারা ওই প্রকৌশলীকে ধরার ফাঁদ পাতেন। ২০১৪ সালের ১৬ এপ্রিল ঘুষ বাবদ ১০ হাজার টাকা দেন ওই ঠিকাদার। সেই ১০ হাজার টাকার ১০টি নোটের নম্বর ঠিকাদার আগে থেকে সংগ্রহ করে রেখেছিলেন। ঘুষের টাকা দিয়ে ঠিকাদার ঘর থেকে বের হওয়া মাত্র দুদক কর্মকর্তারা প্রকৌশলীর কক্ষে ঢুকে তাঁর প্যান্টের পকেট থেকে ১০ হাজার টাকা উদ্ধার করেন। এ সময় তাঁর টেবিল থেকে সংশ্লিষ্ট কাজের নথিও জব্দ করা হয়।
এ ঘটনায় দুদকের উপসহকারী পরিচালক (সমন্বিত) খুলনা জেলার আবুল হাশেম কাজী বাদী হয়ে কয়রা থানায় ওই দিনই মামলা করেন। ২০১৫ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলা চলাকালীন ১২ জন আদালতে সাক্ষ্য দেন।
দুদকের ঘুষ গ্রহণ মামলায় খুলনার একটি আদালত কয়রা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। হাবিবুল্লাহ বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের বাসিন্দা।
আজ মঙ্গলবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন। এ সময় আসামি হাবিবুল্লাহ আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী আজকের পত্রিকাকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, কয়রা উপজেলা উপসহকারী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহ উপজেলা হেডকোয়ার্টার-হায়াতখালী জিসি-গিলাবাড়ী জিসি সড়ক পুনর্বাসন (অংশ ১) প্রকল্পে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। ওই কাজের ঠিকাদার ছিলেন মো. জাহাঙ্গীর মুন্সি। কাজের জন্য প্রকৌশলী হাবিবুল্লাহ ১ লাখ টাকা ঘুষ দাবি করলে ঠিকাদার তাঁকে ৫০ হাজার টাকা দিতে রাজি হন। প্রাথমিক পর্যায়ে তাঁকে ১০ হাজার টাকা দেওয়া হয়।
২০১৪ সালের ১৫ এপ্রিল ঘুষ দাবি এবং সম্ভাব্য লেনদেনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক বরাবর কাজের ঠিকাদার আবেদন করেন। তাঁরা আবেদন গ্রহণ করে অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ করা হবে বলে জানান। পরে দুদক কর্মকর্তারা ওই প্রকৌশলীকে ধরার ফাঁদ পাতেন। ২০১৪ সালের ১৬ এপ্রিল ঘুষ বাবদ ১০ হাজার টাকা দেন ওই ঠিকাদার। সেই ১০ হাজার টাকার ১০টি নোটের নম্বর ঠিকাদার আগে থেকে সংগ্রহ করে রেখেছিলেন। ঘুষের টাকা দিয়ে ঠিকাদার ঘর থেকে বের হওয়া মাত্র দুদক কর্মকর্তারা প্রকৌশলীর কক্ষে ঢুকে তাঁর প্যান্টের পকেট থেকে ১০ হাজার টাকা উদ্ধার করেন। এ সময় তাঁর টেবিল থেকে সংশ্লিষ্ট কাজের নথিও জব্দ করা হয়।
এ ঘটনায় দুদকের উপসহকারী পরিচালক (সমন্বিত) খুলনা জেলার আবুল হাশেম কাজী বাদী হয়ে কয়রা থানায় ওই দিনই মামলা করেন। ২০১৫ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলা চলাকালীন ১২ জন আদালতে সাক্ষ্য দেন।
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেআজ শনিবার ফরিদপুরে ‘মাদারস অব জুলাই’ অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামসু মোল্যার স্ত্রী মেঘলা বেগম। গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরে নিহত হন শামসু। ফরিদপুর জেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
২৩ মিনিট আগেনরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকের মালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
৩০ মিনিট আগেসেদিনের ঘটনা স্মরণ করে অধ্যক্ষ বলেন, ‘দুপুর ১টায় ছুটির সময় কখনো কখনো আমি বাইরে যাই না। বারান্দায় দাঁড়াই। হাঁটাহাঁটি করি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন দেখি। স্টুডেন্টদের দেখি। সেদিন প্রধান শিক্ষিকা ডেকে নিয়ে গেলেন, ১টার সময় দুজন নতুন শিক্ষকের সাক্ষাৎকার নেওয়া হবে। বেলা ১টা ৪ মিনিটের দিকে
৩৯ মিনিট আগে