মিজানুর রহমান নয়ন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
অবৈধ ও ভারী যানবাহন চলাচল করলে গ্রামীণ সড়ক দ্রুত ভেঙে যায়। তাই ভারী যানের চলাচল ঠেকাতে সড়কের মাঝে ও পাশে পুঁতে রাখা হয়েছ মোটা গাছের খুঁটি। এতে সড়ক বাঁচলেও ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। বেড়েছে দুর্ঘটনা ও জীবনের ঝুঁকি। এই চিত্র কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা মোড় এলাকায়।
আজ সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, সদকী ইউনিয়নের বাটিকামারা-ঘাঁসখাল সড়কের বাটিকামারা মোড় এলাকায় গ্রামীণ সড়কের মাঝে একটি মোটা গাছের খুঁটি পুতে রাখা হয়েছে। ঠিক সোজাসুজি সড়কের পাশে আরেকটি চিকন গাছের খুঁটি। দুই খুঁটির মাঝ দিয়ে যানবাহন ও মানুষ চলাচল করছে। অনেক সময় ট্রাফিক নিয়ম ভেঙে চলাচল করছে মানুষ ও যানবাহন।
এ সময় কথা হয় ভ্যানচালক মতিয়ার রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘সড়কের প্রায় মাঝখানে ও একপাশে দুইটি খুঁটি গাড়া (পোঁতা)। যার একপাশে বেশি জায়গা ও একপাশে কম জায়গা। আমার চলাচলের পাশে লাটাহাম্বা (অবৈধ থ্রি হুইলার) ঢুকে পড়েছে। তাই ট্রাফিক নিয়ম ভেঙে ফাঁকা পাশ দিয়ে গিয়েছি। এতে দুর্ঘটনার সম্ভাবনা বেশি ছিল।’
এলাকাবাসী ও সদকী ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, বালু ও মাটিভর্তি ড্রাম ট্রাক, ভারী যানবাহন ও অবৈধ শ্যালোইঞ্জিনচালিত যানবাহনগুলো গ্রামীণ সড়কে যত্রতত্র চলাচল করে। এতে সড়কগুলো দ্রুত নষ্ট হয় ও ভেঙে যায়। সে জন্য সড়ক বাঁচাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে খুঁটি পুতে রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, সড়ক বাঁচাতে খুঁটি পুতে রাখা হয়েছে। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বাড়ছে দুর্ঘটনা ও জীবনের ঝুঁকি। খুঁটি অপসারণ করে প্রচলিত আইনের মাধ্যমে সমাধান হওয়া দরকার।
এ বিষয়ে সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ আজকের পত্রিকাকে বলেন, ‘ড্রাম ট্রাক, ট্রাক্টরসহ ভারী ও অবৈধ যানবাহনগুলো বেপরোয়া চলাচল করে। এতে সড়ক দ্রুত নষ্ট হয়। সড়কে দুর্ঘটনার সম্ভাবনা বেশি। তাই সড়ক বাঁচাতে বেশ কয়েটি স্থানে খুঁটি পুতে রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি।’
কুমারখালী উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা সমন্বয় সভায় চেয়ারম্যানের দাবির পরিপ্রেক্ষিতে খুঁটি পুতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সড়কে মোটা খুঁটি পুতে রাখা ঠিক নয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ‘গ্রাম সড়ক বাঁচাতে বারপোষ্ট দেওয়া যেতে পারে। তবে খুঁটি থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।’
অবৈধ ও ভারী যানবাহন চলাচল করলে গ্রামীণ সড়ক দ্রুত ভেঙে যায়। তাই ভারী যানের চলাচল ঠেকাতে সড়কের মাঝে ও পাশে পুঁতে রাখা হয়েছ মোটা গাছের খুঁটি। এতে সড়ক বাঁচলেও ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। বেড়েছে দুর্ঘটনা ও জীবনের ঝুঁকি। এই চিত্র কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা মোড় এলাকায়।
আজ সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, সদকী ইউনিয়নের বাটিকামারা-ঘাঁসখাল সড়কের বাটিকামারা মোড় এলাকায় গ্রামীণ সড়কের মাঝে একটি মোটা গাছের খুঁটি পুতে রাখা হয়েছে। ঠিক সোজাসুজি সড়কের পাশে আরেকটি চিকন গাছের খুঁটি। দুই খুঁটির মাঝ দিয়ে যানবাহন ও মানুষ চলাচল করছে। অনেক সময় ট্রাফিক নিয়ম ভেঙে চলাচল করছে মানুষ ও যানবাহন।
এ সময় কথা হয় ভ্যানচালক মতিয়ার রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘সড়কের প্রায় মাঝখানে ও একপাশে দুইটি খুঁটি গাড়া (পোঁতা)। যার একপাশে বেশি জায়গা ও একপাশে কম জায়গা। আমার চলাচলের পাশে লাটাহাম্বা (অবৈধ থ্রি হুইলার) ঢুকে পড়েছে। তাই ট্রাফিক নিয়ম ভেঙে ফাঁকা পাশ দিয়ে গিয়েছি। এতে দুর্ঘটনার সম্ভাবনা বেশি ছিল।’
এলাকাবাসী ও সদকী ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, বালু ও মাটিভর্তি ড্রাম ট্রাক, ভারী যানবাহন ও অবৈধ শ্যালোইঞ্জিনচালিত যানবাহনগুলো গ্রামীণ সড়কে যত্রতত্র চলাচল করে। এতে সড়কগুলো দ্রুত নষ্ট হয় ও ভেঙে যায়। সে জন্য সড়ক বাঁচাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে খুঁটি পুতে রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, সড়ক বাঁচাতে খুঁটি পুতে রাখা হয়েছে। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বাড়ছে দুর্ঘটনা ও জীবনের ঝুঁকি। খুঁটি অপসারণ করে প্রচলিত আইনের মাধ্যমে সমাধান হওয়া দরকার।
এ বিষয়ে সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ আজকের পত্রিকাকে বলেন, ‘ড্রাম ট্রাক, ট্রাক্টরসহ ভারী ও অবৈধ যানবাহনগুলো বেপরোয়া চলাচল করে। এতে সড়ক দ্রুত নষ্ট হয়। সড়কে দুর্ঘটনার সম্ভাবনা বেশি। তাই সড়ক বাঁচাতে বেশ কয়েটি স্থানে খুঁটি পুতে রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি।’
কুমারখালী উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা সমন্বয় সভায় চেয়ারম্যানের দাবির পরিপ্রেক্ষিতে খুঁটি পুতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সড়কে মোটা খুঁটি পুতে রাখা ঠিক নয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ‘গ্রাম সড়ক বাঁচাতে বারপোষ্ট দেওয়া যেতে পারে। তবে খুঁটি থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।’
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৬ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৬ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৬ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৭ ঘণ্টা আগে