দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে চলতি আমন মৌসুমে টানা কয়েক দিনের বৃষ্টিতে স্বস্তিতে চাষিরা। সেচের পানি ছাড়া ধানের চারা রোপণ করতে পেরে খুশি তাঁরা। বলছেন, বৃষ্টি অব্যাহত থাকলে উৎপাদন খরচ এবার কমে আসবে।
এদিকে আমন চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় চাষিরা। সংশ্লিষ্ট কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ হাজার ৮৭৫ হেক্টর জমিতে। ইতিমধ্যে উপজেলার নিচু এলাকাসহ প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে আমন রোপণ করা হয়েছে। গত মৌসুমে চাষ হয়েছিল ১৯ হাজার ৮৭০ হেক্টর জমিতে। এবার ১ হাজার ৮৫০ জন চাষিকে আমন চাষের জন্য সরকারি সহায়তা দেওয়া হয়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠগুলোতে আমন রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে কিছু কিছু উঁচু জায়গায় এখনো কৃষকেরা পানির অভাবে জমি প্রস্তুত করতে পারেননি। অনেককে আবার সেচ দিয়ে আমনের চারা রোপণ করতে হয়েছে।
কৃষি অফিস ও চাষিদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, এ বছর বিনা সেভেন ৮, হাইব্রিড বিধান ৭, ২৮, ২৯, ৪৯, ৫২, বায়ার কোম্পানির ধানী গোল্ড জাতের ধান রোপণ করছেন। আমন মৌসুমের শুরুতে সেচের পানি কিনতে হয়নি বলে এবার এখন পর্যন্ত বিঘায় কৃষকের সাশ্রয় হয়েছে এক থেকে দেড় হাজার টাকা।
উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের আমনচাষি আকিজ হোসেন বলেন, এবার সেচ খরচ হয়নি, দুই বিঘা জমিতে এবার আমনের চারা রোপণ করেছি। বিঘাপ্রতি ৮ হাজার টাকা খরচ পড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে সেচ খরচসহ এবার উৎপাদন খরচ অনেকটা কমে আসবে। বৃষ্টি হলে ধানগাছে রোগবালাই কম হয়।
জাহিদুল ইসলাম নামের আরেক চাষি বলেন, ‘অনুকূল আবহাওয়া থাকায় এবার আগেভাগেই ধান চাষ করেছি। উৎপাদন খরচ কম হওয়ার সম্ভাবনা আছে এবার।’
মুকাদ্দেস হোসেন নামের আরেকজন চাষি বলেন, ‘আমার জমি একটু উঁচু স্থানে হওয়ায় বৃষ্টির পানি জমেনি। তাই সেচ দিয়ে চারা রোপণ করতে হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মৌসুম শুরুর পর টানা বর্ষণে বৃষ্টির পানিতে কৃষকেরা আমনের চারা রোপণ করতে পারছেন। পর্যাপ্ত বৃষ্টি হওয়ার কারণে রোপা আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে। এবার উৎপাদন খরচও কমবে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি।’
কুষ্টিয়ার দৌলতপুরে চলতি আমন মৌসুমে টানা কয়েক দিনের বৃষ্টিতে স্বস্তিতে চাষিরা। সেচের পানি ছাড়া ধানের চারা রোপণ করতে পেরে খুশি তাঁরা। বলছেন, বৃষ্টি অব্যাহত থাকলে উৎপাদন খরচ এবার কমে আসবে।
এদিকে আমন চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় চাষিরা। সংশ্লিষ্ট কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ হাজার ৮৭৫ হেক্টর জমিতে। ইতিমধ্যে উপজেলার নিচু এলাকাসহ প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে আমন রোপণ করা হয়েছে। গত মৌসুমে চাষ হয়েছিল ১৯ হাজার ৮৭০ হেক্টর জমিতে। এবার ১ হাজার ৮৫০ জন চাষিকে আমন চাষের জন্য সরকারি সহায়তা দেওয়া হয়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠগুলোতে আমন রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে কিছু কিছু উঁচু জায়গায় এখনো কৃষকেরা পানির অভাবে জমি প্রস্তুত করতে পারেননি। অনেককে আবার সেচ দিয়ে আমনের চারা রোপণ করতে হয়েছে।
কৃষি অফিস ও চাষিদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, এ বছর বিনা সেভেন ৮, হাইব্রিড বিধান ৭, ২৮, ২৯, ৪৯, ৫২, বায়ার কোম্পানির ধানী গোল্ড জাতের ধান রোপণ করছেন। আমন মৌসুমের শুরুতে সেচের পানি কিনতে হয়নি বলে এবার এখন পর্যন্ত বিঘায় কৃষকের সাশ্রয় হয়েছে এক থেকে দেড় হাজার টাকা।
উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের আমনচাষি আকিজ হোসেন বলেন, এবার সেচ খরচ হয়নি, দুই বিঘা জমিতে এবার আমনের চারা রোপণ করেছি। বিঘাপ্রতি ৮ হাজার টাকা খরচ পড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে সেচ খরচসহ এবার উৎপাদন খরচ অনেকটা কমে আসবে। বৃষ্টি হলে ধানগাছে রোগবালাই কম হয়।
জাহিদুল ইসলাম নামের আরেক চাষি বলেন, ‘অনুকূল আবহাওয়া থাকায় এবার আগেভাগেই ধান চাষ করেছি। উৎপাদন খরচ কম হওয়ার সম্ভাবনা আছে এবার।’
মুকাদ্দেস হোসেন নামের আরেকজন চাষি বলেন, ‘আমার জমি একটু উঁচু স্থানে হওয়ায় বৃষ্টির পানি জমেনি। তাই সেচ দিয়ে চারা রোপণ করতে হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মৌসুম শুরুর পর টানা বর্ষণে বৃষ্টির পানিতে কৃষকেরা আমনের চারা রোপণ করতে পারছেন। পর্যাপ্ত বৃষ্টি হওয়ার কারণে রোপা আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে। এবার উৎপাদন খরচও কমবে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি।’
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৩ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৪ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৪ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৪ ঘণ্টা আগে