Ajker Patrika

মায়ের সঙ্গে গোসলে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৫৬
মায়ের সঙ্গে গোসলে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে মায়ের সঙ্গে পুকুরে গোসল করতে এসে পানিতে ডুবে সাড়ে তিন বছরের শিশু অঙ্কিতা দাসের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দোহাজারী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি দোহাজারী গ্রামের পলাশ দাসের মেয়ে।

স্থানীয়রা জানায়, শিশুটি তার মা অনিতা দাসের সঙ্গে পাশের পুকুরে গোসল করতে যায়। গোসলের আগে পুকুরের পাড়ে দাঁড়িয়ে এক প্রতিবেশী নারীর সঙ্গে অনিতা দাস কথা বলছিলেন। এ সময় শিশুটি পাশে দাঁড়িয়ে ছিল। কিছু সময় পর শিশুটিকে পাশে দেখতে না পেয়ে তার মা খুঁজতে থাকে। এ সময় পুকুরের পাশে একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখে পুকুরে নামলে পানির মধ্যে শিশুটির পায়ের সঙ্গে স্পর্শ লাগে। অনিতা দাস ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মোহতেশাম নেছা মৃত ঘোষণা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত