Ajker Patrika

চুয়াডাঙ্গায় করোনায় আরো ১ জনের মৃত্যু   

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় করোনায় আরো ১ জনের মৃত্যু   

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে রেজাউল ইসলাম (৫৬) নামের একজনের মৃত্যু হয়েছে।  

আজ সোমবার সকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা ইউনিটে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৫৫ জন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল রেজাউল ইসলাম ঠাণ্ডা ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নমুনা দেয়। পরদিন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে তার অবস্থার অবনতি হলে ৯ মার্চ সকাল ১০টার দিকে করোনা ইউনিটে ভর্তি করানো হয়।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, সোমবার সকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে রেজাউল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

এদিকে গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬ জন সদরের এবং একজন আলমডাঙ্গা উপজেলার। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮০৪ জন। গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় সুস্থ হয়েছেন ১ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন, ১  হাজার ৬৩৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

রাশিয়ার তেল চীনও কেনে, তবে ট্রাম্পের শুল্ক শুধু ভারতের ওপর কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত