যশোর প্রতিনিধি
যশোরে শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং বেশি হচ্ছে। শহরাঞ্চলে তেমন লোডশেডিং না হলেও গ্রামে রাত-দিন মিলে দুই থেকে আড়াই ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এতে ধানমাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে।
যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের কৃষক তৌফিকুল বলেন, ‘আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে বেলা ২টার মধ্যে চারবার বিদ্যুৎ বন্ধ থাকে। প্রতিবার ২০ থেকে ২৫ মিনিট করে মোট দেড় ঘণ্টা মতো লোডশেডিং ছিল। এ ছাড়া গতকাল সোমবার রাত ১২টার দিকে একবার বিদ্যুৎ চলে যায়। ২০ মিনিট বন্ধ ছিল। কয়েক দিন ধরে বিদ্যুতের এমনই পরিস্থিতি আমাদের গ্রামে।
একই এলাকার কৃষক সামাদ হোসেন বলেন, টানা তাপপ্রবাহ যশোরে। গরমে হাঁসফাঁস অবস্থা। এর মধ্যে বোরো ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। ধানমাড়াই করতে গিয়ে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিড়ম্বনাতে পড়তে হচ্ছে।
লোডশেডিংয়ের বিষয়ে জানতে চাইলে পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক মো. আবদুল লতিফ বলেন, গরমে এখন পিক আওয়ারে ১২৫ থেকে ১৩৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে কখনো পুরোটা পাওয়া যাচ্ছে। আবার কখনো দু-এক মেগাওয়াটে সংকট থাকছে। যেমন গতকাল সকালে দুই মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি ছিল। ২০ মিনিট করে বিদ্যুৎ বন্ধ রেখে ঘাটতি পূরণ করা হয়েছে।’
যশোর শহরে বিদ্যুৎ সরবরাহ করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। শহরে দিন-রাতে দুই-একবার বিদ্যুৎ গিয়ে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা লোডশেডিং হয়।
এ বিষয়ে জানতে চাইলে ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার বলেন, যশোর শহরে বিদ্যুতের মোট চাহিদা ৭৫ মেগাওয়াট। পুরাটাই এখন পাওয়া যাচ্ছে। কোনো লোডশেডিং নেই। মাঝেমধ্যে যতটুকু লোডশেডিং হচ্ছে সেটা মেইনটেন্যান্স (মেরামতগত) ত্রুটির কারণে হতে পারে।
যশোরে শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং বেশি হচ্ছে। শহরাঞ্চলে তেমন লোডশেডিং না হলেও গ্রামে রাত-দিন মিলে দুই থেকে আড়াই ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এতে ধানমাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে।
যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের কৃষক তৌফিকুল বলেন, ‘আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে বেলা ২টার মধ্যে চারবার বিদ্যুৎ বন্ধ থাকে। প্রতিবার ২০ থেকে ২৫ মিনিট করে মোট দেড় ঘণ্টা মতো লোডশেডিং ছিল। এ ছাড়া গতকাল সোমবার রাত ১২টার দিকে একবার বিদ্যুৎ চলে যায়। ২০ মিনিট বন্ধ ছিল। কয়েক দিন ধরে বিদ্যুতের এমনই পরিস্থিতি আমাদের গ্রামে।
একই এলাকার কৃষক সামাদ হোসেন বলেন, টানা তাপপ্রবাহ যশোরে। গরমে হাঁসফাঁস অবস্থা। এর মধ্যে বোরো ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। ধানমাড়াই করতে গিয়ে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিড়ম্বনাতে পড়তে হচ্ছে।
লোডশেডিংয়ের বিষয়ে জানতে চাইলে পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক মো. আবদুল লতিফ বলেন, গরমে এখন পিক আওয়ারে ১২৫ থেকে ১৩৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে কখনো পুরোটা পাওয়া যাচ্ছে। আবার কখনো দু-এক মেগাওয়াটে সংকট থাকছে। যেমন গতকাল সকালে দুই মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি ছিল। ২০ মিনিট করে বিদ্যুৎ বন্ধ রেখে ঘাটতি পূরণ করা হয়েছে।’
যশোর শহরে বিদ্যুৎ সরবরাহ করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। শহরে দিন-রাতে দুই-একবার বিদ্যুৎ গিয়ে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা লোডশেডিং হয়।
এ বিষয়ে জানতে চাইলে ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার বলেন, যশোর শহরে বিদ্যুতের মোট চাহিদা ৭৫ মেগাওয়াট। পুরাটাই এখন পাওয়া যাচ্ছে। কোনো লোডশেডিং নেই। মাঝেমধ্যে যতটুকু লোডশেডিং হচ্ছে সেটা মেইনটেন্যান্স (মেরামতগত) ত্রুটির কারণে হতে পারে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শামসেদ হিরু (৪৫) মারা গেছেন। ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এটা আত্মহত্যা নাকি হত্যা, তা নিয়ে চলছে জোর গুঞ্জন। পুলিশও স্পষ্ট করে কিছু বলছে না।
৮ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে চাই। বিচার সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নিবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচন চায়, তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। নির্বাচন ও ভোটাধিকারের পক্ষে সত্যিকারের লড়াই করে যাচ্ছে
১৯ মিনিট আগেকয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে নোয়াখালী জেলা শহরের জলাবদ্ধতা কিছু কমেছে। তবে গ্রামাঞ্চলে নতুন করে পানি বাড়ছে। পানিবন্দী মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠছে। বিভিন্ন উপজেলার ৩৭টি আশ্রয়কেন্দ্র প্রায় দুই হাজার মানুষ আশ্রয় নিয়েছে। জলাবদ্ধতার কারণে আগামীকাল শনিবার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা
১৯ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জের একটি নালা থেকে ময়ুর মিয়া (৭০) নামের এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করে লাশ নালায় ফেলে দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে