কেশবপুর (যশোর) প্রতিনিধি
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া কেশবপুরের ১১ ইউপির ৯ জনই নতুন মুখ। তাঁদের মধ্যে একজন নারী প্রার্থীও রয়েছেন। বাদ পড়েছেন গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করা ৫ জন চেয়ারম্যানসহ পদধারী নেতারা। গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে।
নতুন মনোনীতরা হলেন—উপজেলার ১ নম্বর ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ অহিদুজ্জামান; ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নে আওয়ামী লীগের নেতা অলিয়ার রহমান; ৩ নম্বর মজিদপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনোজ কুমার তরফদার; ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়নে আওয়ামী লীগের নেতা সামছুর রহমান; ৬ নম্বর কেশবপুর সদরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়; ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়নে আওয়ামী লীগের নেতা জসীম উদ্দীন; ৮ নম্বর সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি; ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার বেগম এবং ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন যুবলীগের সদস্য তৌহিদুজ্জামান।
অন্যদিকে, ৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়নে আওয়ামী লীগের নেতা আব্দুল কাদের বিশ্বাস ও ৯ নম্বর গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান পুনরায় নৌকা প্রতীক পেয়েছেন। তাঁদের মধ্যে আব্দুল কাদের বিশ্বাস গত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনোয়ার হোসেনের কাছে পরাজিত হন।
জানা যায়, বর্তমান ১ নম্বর ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান, ২ নম্বর সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, ৭ নম্বর পাঁজিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মুকুল, ৮ নম্বর সুফলাকাটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ, ১০ নম্বর সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য সামছুদ্দীন দফাদার পুনরায় মনোনয়ন না পাওয়ায় তাঁদের সমর্থকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। পাশাপাশি গত ইউপি নির্বাচনে মনোনয়ন পাওয়া ৩ নম্বর মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বি এম ইব্রাহিম হোসেন, ৬ নম্বর সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ও ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শাহিদুজ্জামান শাহীন এবার মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ৫ জানুয়ারি।
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া কেশবপুরের ১১ ইউপির ৯ জনই নতুন মুখ। তাঁদের মধ্যে একজন নারী প্রার্থীও রয়েছেন। বাদ পড়েছেন গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করা ৫ জন চেয়ারম্যানসহ পদধারী নেতারা। গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে।
নতুন মনোনীতরা হলেন—উপজেলার ১ নম্বর ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ অহিদুজ্জামান; ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নে আওয়ামী লীগের নেতা অলিয়ার রহমান; ৩ নম্বর মজিদপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনোজ কুমার তরফদার; ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়নে আওয়ামী লীগের নেতা সামছুর রহমান; ৬ নম্বর কেশবপুর সদরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়; ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়নে আওয়ামী লীগের নেতা জসীম উদ্দীন; ৮ নম্বর সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি; ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার বেগম এবং ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন যুবলীগের সদস্য তৌহিদুজ্জামান।
অন্যদিকে, ৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়নে আওয়ামী লীগের নেতা আব্দুল কাদের বিশ্বাস ও ৯ নম্বর গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান পুনরায় নৌকা প্রতীক পেয়েছেন। তাঁদের মধ্যে আব্দুল কাদের বিশ্বাস গত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনোয়ার হোসেনের কাছে পরাজিত হন।
জানা যায়, বর্তমান ১ নম্বর ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান, ২ নম্বর সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, ৭ নম্বর পাঁজিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মুকুল, ৮ নম্বর সুফলাকাটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ, ১০ নম্বর সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য সামছুদ্দীন দফাদার পুনরায় মনোনয়ন না পাওয়ায় তাঁদের সমর্থকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। পাশাপাশি গত ইউপি নির্বাচনে মনোনয়ন পাওয়া ৩ নম্বর মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বি এম ইব্রাহিম হোসেন, ৬ নম্বর সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ও ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শাহিদুজ্জামান শাহীন এবার মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ৫ জানুয়ারি।
গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর বিভাজনের কারণে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আজ সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এবার যদি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র...
১ মিনিট আগেনরসিংদী শহরের বাসাইল এলাকার বেসরকারি একটি হাসপাতাল থেকে চুরি হওয়া দুই দিন বয়সী নবজাতককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত ৩টার দিকে রায়পুরার মরজাল ইউনিয়নের রাজাবাড়িয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গতকাল দুপুরে বেসরকারি ন্যাশনাল হেলথ কেয়ার...
১১ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মিদের বসানো স্থলমাইন বিস্ফোরণে একটি বন্য হাতির পায়ের গোড়ালি উড়ে গেছে। আহত হাতিটি এখন নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালার চেরারমাঠের ঐট্টাইল্যাঝিরিতে আছে। আজ সোমবার বেলা ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি বনরেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার এ তথ্য...
২০ মিনিট আগেপুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, ২ আগস্ট সকাল ১০টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার নোয়াপাড়া গ্রাম থেকে চালককে বিস্কুটের সঙ্গে চেতনানাশক দ্রব্যাদি খাইয়ে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় চক্রের তিন সদস্য। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ওই চক্রকে ধরতে মাঠে নামে।
৩২ মিনিট আগে