Ajker Patrika

নিজের স্কুলের শিক্ষার্থীদের ‘ভালো স্বপ্ন’ দেখার পরামর্শ সাকিব আল হাসানের

মাগুরা প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ১০
Thumbnail image

মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান খুদে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মোবাইল ফোনটা একটু কম ব্যবহার করবা। পড়াশোনায় মনোযোগী হবা। তোমরা হয়তো জানো, এই স্কুলের স্টুডেন্ট আমি ছিলাম। এই স্কুলে আমি পড়তাম। এখানে আরও অনেকে আছে যারা এই স্কুলে পড়াশোনা করেছে। তারা আজ ভালো জায়গায় অবস্থান করছে। তোমরাও এ রকম ভালো স্বপ্ন দেখবা।’

আজ বুধবার দুপুরে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন শেষে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন সাকিব আল হাসান। তিনি বলেন, ‘যেখান থেকে তোমরা মাগুরার ভালোর জন্য ভালো কিছু করতে পারবা। সেটা যেকোনো সেক্টর হতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে রাজনীতি, খেলোয়াড়—যার যেটা ইচ্ছা হয়। ভালো দিকটা বেছে নিবা। আশা করি, তোমরা ফোনটা একটু কম ইউজ করবা। পড়াশোনায় মনোযোগী হবা। অবশ্যই তোমার বাবা-মায়ের কথা শুনবা।’

খুদে শিক্ষার্থীদের সালাম গ্রহণ সাকিব আল হাসানের।

শিক্ষার্থীদের উদ্দেশে সাকিব বলেন, ‘মাদক থেকে দূরে থাকার চেষ্টা করবা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তোমরা যদি এটা থেকে দূরে থাকতে পারো, আমার মনে হয় তোমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল এবং দেশের ভবিষ্যৎও উজ্জ্বল। এ জন্য সবাই মিলে আমরা চেষ্টা করব, যেন তোমরা মাদক থেকে দূরে থাকতে পারো। এ জন্য সবচেয়ে বড় যে হাতিয়ার হতে পারে, সেটা হচ্ছে খেলাধুলা। যত বেশি তোমরা খেলাধুলায় মনোযোগী হবা, যত বেশি খেলাধুলায় সময় পার করবা, তত বেশি তোমাদের মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। পড়াশোনাও তোমাদের ভালো হবে।’

সাকিবকে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ।বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে সাকিব বলেন, ‘আশা করছি, তোমাদের ক্রীড়া প্রতিযোগিতায় সবাই মনোযোগী হয়ে অংশ নিবা। কেউ জিতবে কেউ হারবে। সবার জন্য আমার শুভকামনা থাকল, স্কুলের জন্য আমার শুভকামনা থাকল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত