Ajker Patrika

চাঁদাবাজদের রুখতে পাড়ায়-মহল্লায় কমিটি গঠন করতে হবে: নাহিদ ইসলাম

সাতক্ষীরা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারা দেশে চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়েছে। তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তাই চাঁদাবাজদের রুখতে পাড়ায়-মহল্লায় কমিটি গঠন করতে হবে।

আজ শনিবার দুপুরে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে পথসভায় তিনি এ কথা বলেন। এনসিপির সাতক্ষীরা জেলা শাখা এর আয়োজন করে।

নাহিদ বলেন, ‘আমরা সংস্কার চেয়েছি, জুলাই গণহত্যার বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি। কিন্তু একটি পক্ষ আমাদের চাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। যারা পুরোনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। তারা ভেবেছিল দুই-তিন আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে। কিন্তু জুলাই বিপ্লবীদের কেনার সাধ্য কারও নেই।’

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই বিপ্লবীরা চেয়েছিল একটি জাতীয় সরকার গঠন করে একটি নতুন রাষ্ট্র গঠন করতে। কিন্তু একটি দল চেয়েছে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তাদের একটিই উদ্দেশ্য, ক্ষমতায় যাওয়া।’

জাতীয় নাগরিক পার্টির সাতক্ষীরা জেলার সমন্বয়ক কামরুজ্জামান বুলু পথসভায় সভাপতিত্ব করেন। পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম জারা। পথসভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব আখতার হোসেন ও সারজিস আলমসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিদেশ ভ্রমণে ভিসা পাওয়া কঠিন হচ্ছে

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ২৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত