Ajker Patrika

দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি­
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্তে আজ বুধবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহীম হোসেন বাবু (৩০) নামের একজন নিহত হয়েছেন। নিহত বাবু দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মাদ্রাসাপাড়ার নূর ইসলামের ছেলে।

ইব্রাহীম হোসেন বাবুর বাবা নূর ইসলাম বলেন, ‘বাবু দুপুর সাড়ে ১২টার দিকে গরুর জন্য ঘাস কাটতে সীমান্তসংলগ্ন গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ ৭৯ নম্বর খুঁটির কাছে থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বাবু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে শুনতে পাই, ইব্রাহীমের লাশ বিএসএফের সদস্যরা ওপারে নিয়ে গেছেন।’

সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, ইব্রাহীম হোসেন বাবুর লাশ বর্তমানে ভারতের কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালের মর্গে রয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘খবরটি পাওয়ার পর ভারতের ৩২-বিএসএফের কমান্ড্যান্ট সুজিত কুমারের সঙ্গে যোগাযোগ করেছি।’ তিনি জানিয়েছেন, দুপুরে কয়েকজন বাংলাদেশি স্বর্ণ পাচারকারী সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলারের ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিএসএফের টহল দল তাদের ধাওয়া করে। একজন গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কোনো বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। পরে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত