মাগুরা প্রতিনিধি
ঈদুল আজহার এক সপ্তাহ বাকি থাকলেও মাগুরায় জমে ওঠেনি পশুর হাট। বিশেষ করে গরু বিক্রিতে অনেকটাই ভাটা চলছে বলে বিক্রেতারা বলছেন। ক্রেতাদের অভিযোগ, হাট প্রকৃত বিক্রেতাদের দখলে নেই। দালালেরাই নিয়ন্ত্রণ করছে হাট। এর ফলে গরুর দাম তুলনামূলক বেশি।
মাগুরার আলমখালী, কাটাখালী, রামনগরের গরু ও ছাগলের হাট ঘুরে দেখা গেছে ক্রেতাদের ভিড় অনেকটাই কম। পর্যাপ্ত গরু ও ছাগল থাকলেও এসব হাটে ভিড় বাড়েনি। গেল বছরগুলোতে কোরবানির ঈদের এক সপ্তাহ আগে যেখানে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়; এবার ভিড় কমার কারণ বলছেন বিভিন্ন ক্রেতা।
মাগুরা কলেজপাড়ার বাসিন্দা মো. ওয়াজেদ আলী বলেন, ‘প্রতিবছর ঈদে ঢাকা থেকে মাগুরায় আসি। পরিবারের সবাই আনন্দ নিয়ে ঈদ উদ্যাপন করি। কিন্তু এবার গরু কিনতে এসে খুব অবাক হচ্ছি। যে গরুর দাম দেড় লাখ হওয়ার কথা, সেটি চাইছে আড়াই লাখ টাকা। হাট ঘুরে দেখলাম, একই দলের ব্যক্তিরা পুরো হাটে থাকা পশুর দাম নির্ধারণ করছেন, যা খুবই হতাশ করছে আমাদের।’
গরু কিনতে আলমখালী হাটে আসা এক মসজিদের ইমাম মোহাম্মদ আলী বলেন, ‘আমাকে এলাকার একজন সঙ্গে নিয়ে এসেছে। গরু পাচ্ছি, কিন্তু দাম খুব বেশি। প্রকৃত গরুর মালিক মনে হচ্ছে এরা না। ব্যাপারী কিংবা দালাল শ্রেণিরা হাট নিয়ন্ত্রণ করছে। তাই গরুর দাম বেশি। বাড়িতে চলে যাচ্ছি, বাজেট কম তাই।’
হাটে দালালদের সংখ্যা বেশির অভিযোগ অস্বীকার করেন হাট ইজারাদার কমিটির সদস্য দিপু খন্দকার। তিনি বলেন, ‘হয়তো দু-একজন এটা গোপনে করতে পারে। কিন্তু পুরো হাটে এটা সম্ভব নয়। তবে আমরা ধরতে পারলে ব্যবস্থা নেব।’
এদিকে মাগুরা জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে জানা গেছে, জেলায় এবার প্রায় ৮২ হাজার গরু ও ছাগল লালন-পালন করেছেন খামারিরা। গত বছর জেলায় কোরবানির পশু ছিল ৩২ হাজার। এবার কোরবানির পশুর কোনো সংকট নেই।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম শাউনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘কোরবানির পশুর যে চাহিদা, সে অনুপাতে যথেষ্ট রয়েছে। তাই দাম সহনশীল রাখতে খামারিদের অনুরোধ করা হচ্ছে। আমাদের ১২টি ভেটেরিনারি টিম বিভিন্ন হাটে কাজ করছে। আশা করা যায় মাগুরায় কোরবানির পশুর যে পর্যাপ্ততা, তাতে জেলার বাইরেও খামারিরা পশু বিক্রি করতে পারবেন।’
ঈদুল আজহার এক সপ্তাহ বাকি থাকলেও মাগুরায় জমে ওঠেনি পশুর হাট। বিশেষ করে গরু বিক্রিতে অনেকটাই ভাটা চলছে বলে বিক্রেতারা বলছেন। ক্রেতাদের অভিযোগ, হাট প্রকৃত বিক্রেতাদের দখলে নেই। দালালেরাই নিয়ন্ত্রণ করছে হাট। এর ফলে গরুর দাম তুলনামূলক বেশি।
মাগুরার আলমখালী, কাটাখালী, রামনগরের গরু ও ছাগলের হাট ঘুরে দেখা গেছে ক্রেতাদের ভিড় অনেকটাই কম। পর্যাপ্ত গরু ও ছাগল থাকলেও এসব হাটে ভিড় বাড়েনি। গেল বছরগুলোতে কোরবানির ঈদের এক সপ্তাহ আগে যেখানে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়; এবার ভিড় কমার কারণ বলছেন বিভিন্ন ক্রেতা।
মাগুরা কলেজপাড়ার বাসিন্দা মো. ওয়াজেদ আলী বলেন, ‘প্রতিবছর ঈদে ঢাকা থেকে মাগুরায় আসি। পরিবারের সবাই আনন্দ নিয়ে ঈদ উদ্যাপন করি। কিন্তু এবার গরু কিনতে এসে খুব অবাক হচ্ছি। যে গরুর দাম দেড় লাখ হওয়ার কথা, সেটি চাইছে আড়াই লাখ টাকা। হাট ঘুরে দেখলাম, একই দলের ব্যক্তিরা পুরো হাটে থাকা পশুর দাম নির্ধারণ করছেন, যা খুবই হতাশ করছে আমাদের।’
গরু কিনতে আলমখালী হাটে আসা এক মসজিদের ইমাম মোহাম্মদ আলী বলেন, ‘আমাকে এলাকার একজন সঙ্গে নিয়ে এসেছে। গরু পাচ্ছি, কিন্তু দাম খুব বেশি। প্রকৃত গরুর মালিক মনে হচ্ছে এরা না। ব্যাপারী কিংবা দালাল শ্রেণিরা হাট নিয়ন্ত্রণ করছে। তাই গরুর দাম বেশি। বাড়িতে চলে যাচ্ছি, বাজেট কম তাই।’
হাটে দালালদের সংখ্যা বেশির অভিযোগ অস্বীকার করেন হাট ইজারাদার কমিটির সদস্য দিপু খন্দকার। তিনি বলেন, ‘হয়তো দু-একজন এটা গোপনে করতে পারে। কিন্তু পুরো হাটে এটা সম্ভব নয়। তবে আমরা ধরতে পারলে ব্যবস্থা নেব।’
এদিকে মাগুরা জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে জানা গেছে, জেলায় এবার প্রায় ৮২ হাজার গরু ও ছাগল লালন-পালন করেছেন খামারিরা। গত বছর জেলায় কোরবানির পশু ছিল ৩২ হাজার। এবার কোরবানির পশুর কোনো সংকট নেই।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম শাউনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘কোরবানির পশুর যে চাহিদা, সে অনুপাতে যথেষ্ট রয়েছে। তাই দাম সহনশীল রাখতে খামারিদের অনুরোধ করা হচ্ছে। আমাদের ১২টি ভেটেরিনারি টিম বিভিন্ন হাটে কাজ করছে। আশা করা যায় মাগুরায় কোরবানির পশুর যে পর্যাপ্ততা, তাতে জেলার বাইরেও খামারিরা পশু বিক্রি করতে পারবেন।’
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ইউসুফ আলীর পরিবারের সদস্যরা খাবার শেষ করে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে তারা সবাইকে চেতনানাশক দিয়ে অচেতন করে ফেলে এবং ওয়ার্ডরোব ভেঙে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
২ মিনিট আগেরাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রতিষ্ঠানটির যেসব শিক্ষার্থী ও অভিভাবক মানসিকভাবে অসুস্থ হয়েছে, তাদের জন্য স্কুল চত্বরে খোলা হয়েছে তিনটি পৃথক কাউন্সেলিং সেন্টার। এখানে অভিজ্ঞ পরামর্শকেরা শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা দিচ্ছেন।
৫ মিনিট আগেসাতক্ষীরায় মরা গরু জবাই করে খুলনায় নিয়ে যাওয়ার সময় এক ব্যবসায়ী এবং এক ট্রাকচালককে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। সেই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম এই
১২ মিনিট আগেশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ সকালে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
৩২ মিনিট আগে