Ajker Patrika

সাতক্ষীরায় ভাসমান মসজিদের উদ্বোধন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৭
সাতক্ষীরায় ভাসমান মসজিদের উদ্বোধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে মসজিদে নুহ (আঃ)  নামে একটি ভাসমান মসজিদ তৈরি করা হয়েছে। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হাওলাদার বাড়ি খোলপেটুয়া নদীর ভাঙন পয়েন্টে মসজিদটি স্থাপন করা হয়েছে।  

গত মঙ্গলবার জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে ভাসমান মসজিদটির উদ্বোধন করেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন। 

প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে ৫০ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রস্থের একটি নৌকার ওপর ভাসমান এই মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের ভেতরে ৮টি কাতারে প্রায় ৬০ জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। মসজিদে রয়েছে ট্যাব লাগানো ছোট একটি অজুখানা, পানির ট্যাংক, টয়লেট, সোলার লাইট, সাউন্ড সিস্টেম, কোরআন শরিফ, বই রাখার শেলফ ইত্যাদি। এ ছাড়া মসজিদটি যেন ঢেউয়ে দোল না খায়, সে জন্য নৌকার দুই ধারে চারটি করে আটটি ড্রাম বাঁধা রয়েছে। মসজিদে মুসল্লিদের যাতায়াতের জন্য একটা ছোট নৌকা রাখা হয়েছে।

জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর সুরক্ষা বাঁধ ভেঙে প্রতাপনগর হাওলাদার বাড়ি জামে মসজিদটি প্লাবিত হয়। এখন পর্যন্ত ওই মসজিদের ভেতর দিয়ে খোলপেটুয়া নদীর জোয়ার-ভাটা চলছে। শুরুর দিকে মসজিদের ইমাম ও বেশ কয়েকজন মুসল্লি প্রতিদিন তীব্র স্রোতের মধ্যে সাঁতরে গিয়ে ওই মসজিদে নামাজ আদায় করতেন। এ জন্য ভাসমান এই মসজিদ নির্মাণ করা হয়েছে। 

আলহাজ্ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, ভবিষ্যতে মসজিদটি আরও সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত