Ajker Patrika

মহানবী (সা.)–কে কটূক্তি: খুলনার সেই কলেজছাত্রের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২১: ৪৪
মহানবী (সা.)–কে কটূক্তি: খুলনার সেই কলেজছাত্রের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

মহানবী (সা.)–কে কটূক্তি করার অভিযোগে খুলনার সেই তরুণের বিরুদ্ধে সাইবার আইনে মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিমাই চন্দ্র কণ্ডু।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে চিকিৎসাধীন ওই তরুণ। তাঁর শারীরিক অবস্থার উন্নতির দিকে বলে জানা গেছে। 

ওসি নিমাই চন্দ্র কণ্ডু বলেন, ৫ সেপ্টেম্বর রাতে অভিযুক্ত তরুণের বিরুদ্ধে অভিযোগ আসে। এ মামলায় ওই তরুণের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে তিনটি ধারায় অভিযোগ আনা হয়। প্রাথমিক যাচাই–বাছাই করে ওই দিনই অভিযোগটি সাইবার নিরাপত্তা আইনে নথিভুক্ত করা হয়েছে। 

উল্লেখ্য, ওই তরুণের বিরুদ্ধে ফেসবুকে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগ ওঠার পর ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে কয়েকজন ছাত্র তাঁকে ধরে নগরীর সোনাডাঙ্গায় অবস্থিত ডেপুটি পুলিশ কমিশনারের (সাউথ) কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তাঁর মোবাইল ফোন যাচাই করা হয়। তখন ওই ছাত্র জানান, ৩ সেপ্টেম্বর একটি পোস্টে তিনি ক্ষুব্ধ হয়ে একটি মন্তব্য করেছিলেন। পরে ভুল বুঝতে পেরে সেটি মুছে দিয়েছেন। কিন্তু কয়েকজন সেই মন্তব্যটির স্ক্রিনশট রেখে দেন এবং তা ছড়িয়ে দিয়ে তাঁকে বিপদে ফেলেন। 

এদিকে বিষয়টি জানাজানি হলে লোকজন উপপুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। খবর পেয়ে সেনা ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা ভবনের ভেতর ঢুকে ওই যুবককে পিটিয়ে আহত করে। এরপর সেনাসদস্যরা ওই কলেজছাত্রকে উদ্ধার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত