কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে বিজয় দিবসে গণকবরে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়ার সময় র্যালিতে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ তিয়াসের বিরুদ্ধে। ওই নেতার বিরুদ্ধে আজ শুক্রবার আপত্তিকর বক্তব্য ও স্লোগানের এমন অভিযোগ তোলেন উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ।
তিনি বলেন, ‘যুব অধিকার পরিষদের ওই নেতা আগে ছাত্রদল করতেন। তিনি স্বাধীনতা বিরোধী ও দুষ্কৃতকারী। তিনি মহান বিজয় দিবসে শহীদদের কবরে শ্রদ্ধা জানানোর নাম একটি মিছিল বের করেন। মিছিলে তাঁর নেতাকর্মীরা স্লোগান দেন জ্বালোরে জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো। তিয়াস ভাই আসছে, রাজপথ কাঁপছে।’
যুবলীগ সভাপতি হারুন অর রশিদ আরও বলেন, ‘একটি ভিডিওতে দেখা যাচ্ছে ওই নেতা সাংবাদিকের সাক্ষাৎকারে বলছে, দেশে এখন রাজনীতির বড় ব্যবসা মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধকে পুঁজি করেই বর্তমান সরকার যা মন তাই করছে। এ ধরনের বক্তব্য দেওয়ার মতো নেতা তিনি নন। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।’
অভিযোগকারী যুবলীগ নেতার দেখানো ভিডিওতে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর সকাল পৌনে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শতাধিক নেতাকর্মী নিয়ে শহীদদের গণকবরের দিকে যাচ্ছে একটি মিছিল। মিছিলে স্লোগান দেওয়া হচ্ছে- কুমারখালীর মাটি তিয়াস ভাইয়ের ঘাঁটি, তিয়াস ভাই আসছে, মাটি কাঁপছে।
ভিডিওতে আরও দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরের শহীদদের গণকবর এলাকায় সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছেন ওই নেতা।
সেখানে তিনি বলছেন, ‘বাংলাদেশে এখন সবচেয়ে বড় ব্যবসা চলছে মুক্তিযুদ্ধ নিয়ে। বর্তমান সরকার এটাকে পুঁজি করে বিভিন্ন ইস্যু করে আমাদের মাঝে ভ্রান্ত ধারণা সৃষ্টি করছে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত করছে। কিন্তু সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এ বিষয়ে স্পষ্টভাবে কথা বলেছেন। এ নিয়ে বলার জন্য বারবার নির্যাতিত হয়েছেন। আমরাও নির্যাতিত হতে প্রস্তুত। কারণ নির্যাতন করে একাত্তরে দামিয়ে রাখা যায়নি, একুশেও যাবে না।’
এ বিষয়ে জানতে চাইলে যুব অধিকার পরিষদের যুগ্ম আহমেদ শাকিল আহমেদ তিয়াস বলেন, ‘আমরা শহীদদের কবরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম। মিছিলে চার থেকে পাঁচশ ছেলেপেলে ছিল। এমন স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে কি-না জানি না। তবে বিজয় দিবসে এমন স্লোগান খুব দুঃখজনক। আমি সবকিছুর জন্য দুঃখ প্রকাশ করছি।’
কুষ্টিয়ার কুমারখালীতে বিজয় দিবসে গণকবরে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়ার সময় র্যালিতে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ তিয়াসের বিরুদ্ধে। ওই নেতার বিরুদ্ধে আজ শুক্রবার আপত্তিকর বক্তব্য ও স্লোগানের এমন অভিযোগ তোলেন উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ।
তিনি বলেন, ‘যুব অধিকার পরিষদের ওই নেতা আগে ছাত্রদল করতেন। তিনি স্বাধীনতা বিরোধী ও দুষ্কৃতকারী। তিনি মহান বিজয় দিবসে শহীদদের কবরে শ্রদ্ধা জানানোর নাম একটি মিছিল বের করেন। মিছিলে তাঁর নেতাকর্মীরা স্লোগান দেন জ্বালোরে জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো। তিয়াস ভাই আসছে, রাজপথ কাঁপছে।’
যুবলীগ সভাপতি হারুন অর রশিদ আরও বলেন, ‘একটি ভিডিওতে দেখা যাচ্ছে ওই নেতা সাংবাদিকের সাক্ষাৎকারে বলছে, দেশে এখন রাজনীতির বড় ব্যবসা মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধকে পুঁজি করেই বর্তমান সরকার যা মন তাই করছে। এ ধরনের বক্তব্য দেওয়ার মতো নেতা তিনি নন। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।’
অভিযোগকারী যুবলীগ নেতার দেখানো ভিডিওতে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর সকাল পৌনে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শতাধিক নেতাকর্মী নিয়ে শহীদদের গণকবরের দিকে যাচ্ছে একটি মিছিল। মিছিলে স্লোগান দেওয়া হচ্ছে- কুমারখালীর মাটি তিয়াস ভাইয়ের ঘাঁটি, তিয়াস ভাই আসছে, মাটি কাঁপছে।
ভিডিওতে আরও দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরের শহীদদের গণকবর এলাকায় সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছেন ওই নেতা।
সেখানে তিনি বলছেন, ‘বাংলাদেশে এখন সবচেয়ে বড় ব্যবসা চলছে মুক্তিযুদ্ধ নিয়ে। বর্তমান সরকার এটাকে পুঁজি করে বিভিন্ন ইস্যু করে আমাদের মাঝে ভ্রান্ত ধারণা সৃষ্টি করছে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত করছে। কিন্তু সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এ বিষয়ে স্পষ্টভাবে কথা বলেছেন। এ নিয়ে বলার জন্য বারবার নির্যাতিত হয়েছেন। আমরাও নির্যাতিত হতে প্রস্তুত। কারণ নির্যাতন করে একাত্তরে দামিয়ে রাখা যায়নি, একুশেও যাবে না।’
এ বিষয়ে জানতে চাইলে যুব অধিকার পরিষদের যুগ্ম আহমেদ শাকিল আহমেদ তিয়াস বলেন, ‘আমরা শহীদদের কবরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম। মিছিলে চার থেকে পাঁচশ ছেলেপেলে ছিল। এমন স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে কি-না জানি না। তবে বিজয় দিবসে এমন স্লোগান খুব দুঃখজনক। আমি সবকিছুর জন্য দুঃখ প্রকাশ করছি।’
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৩ মিনিট আগেবৃষ্টি হলেই সিলেট নগরীর অর্ধশতাধিক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। কোথাও গোড়ালি, আবার কোথাও হাঁটুপানি ওঠে। এতে জলজটে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রতিবছরই শতকোটি টাকার বাজেট নিয়ে বিভিন্ন খাল উদ্ধার, খনন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করে সিলেট সিটি করপোরেশন...
৮ মিনিট আগেরাজধানীর খিলক্ষেতের একটি পলিথিন কারখানায় সারা দিন পলিথিন তৈরির পর রাতের আঁধারে বস্তায় ভরে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় নিয়ে বিক্রি করা হতো। একবার সিলগালার পরও গোপনে পলিথিন তৈরি করা হতো। ফের সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেআগামীকাল শুক্রবার বাদ জুমা থেকে গণঅনশন কর্মসূচি পালন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। আজ শুক্রবার রাত ১২টায় নতুন কর্মসূচি ঘোষণার সময় এ কথা বলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।
২ ঘণ্টা আগে