Ajker Patrika

মেহেরপুরে বর্তমান এমপিসহ ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার 

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে বর্তমান এমপিসহ ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার 

দ্বাদশ সংসদ নির্বাচনে মেহেরপুরে এমপি সাহিদুজ্জামানসহ পাঁচজন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে মেহেরপুর-১ আসনে শুধুমাত্র জাকের পার্টির প্রার্থী এবং মেহেরপুর-২ আসনে জাকের পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও আওয়ামী লীগের দুজন স্বতন্ত্র প্রার্থী। 

তারা হলেন, মেহেরপুর–১ আসনে জাকের পার্টি প্রার্থী সাইদুল আলম শাহীন, মেহেরপুর–২ আসনে সামসুদ্দোহা সোহেল, স্বতন্ত্র প্রার্থী গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মো. সাহিদুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল। 

আজ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম হাসানের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা (প্রার্থীরা) মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে, মেহেরপুর–১ আসনে সাতজন এবং মেহেরপুর–২ আসনে আটজন ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। 

সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় সভানেত্রীর প্রতি সম্মান রেখে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। এখন দলীয় সিদ্ধান্তে কাজ করব। তবে সভানেত্রী বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করতে। আমি সেই কাজটিই করব। এখানে দলীয় ও স্বতন্ত্র বলে কোন কথা নেয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত