Ajker Patrika

মধ্যরাতে পিকআপভর্তি ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা 

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ০৫
মধ্যরাতে পিকআপভর্তি ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা 

যশোরের মনিরামপুরে ভেজাল দস্তা সারসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার বাঁধাঘাটা সরকারি প্রাথমিক স্কুলের রাস্তা থেকে গাড়িটি আটক করা হয়। খবর পেয়ে আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই স্কুলসংলগ্ন জরাজীর্ণ একটি ঘরে ভেজাল সার তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান। পরে ঘরটি সিলগালা করে দেন আদালত। এ সময় ভেজাল সার তৈরির সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। 

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভেজাল দস্তা সার তৈরির কারখানা সিলগালা করে দিয়েছি। সার তৈরির বিভিন্ন সরঞ্জাম ও একটি পিকআপভর্তি সার জব্দ করেছি।’ 

ভেজাল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানএসি ল্যান্ড বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে জড়িত কাউকে পাওয়া যায়নি। এ জন্য কাউকে জেল-জরিমানার আওতায় আনা সম্ভব হয়নি।’ 

উপজেলা কৃষি কর্মকর্তা শাহীন ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যে সার জব্দ হয়েছে, তা চুন আর গোবর মিশিয়ে তৈরি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারখানায় কয়েকটি চুনের বস্তা পাওয়া গেছে। এখানে ভেজাল দস্তা সার তৈরি করে ‘লাঙল মার্কা’, ‘জেএন মনোজিংক’ ও ‘আমেরিকান জিংক’ কোম্পানির মোড়ক ব্যবহার করে বাজারজাত করা হতো। সারের মান নিশ্চিত করতে আমরা নমুনা সংগ্রহ করেছি।’ 

মেহেদী হাসান নামে স্থানীয় এক কলেজছাত্র বলেন, ‘এক মাস হবে এ ঘর ভাড়া নিয়ে সাত-আটজন লোক থাকছেন। দিনের বেলায় বন্ধ রেখে রাত হলে তাঁরা ভেতরে কাজ করতেন। নিয়মিত একটা পিকআপ সন্ধ্যায় কিছু মালামাল নিয়ে আসত। রাত ১১টায় আবার সার ভর্তি করে চলে যেত। এখানে যে ভেজাল সার তৈরি হয়, আমরা বুঝতে পারিনি।’ 

ভেজাল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানমনিরামপুর থানার এসআই আবু বক্কর আজকের পত্রিকাকে বলেন, ‘বেশ কয়েক দিন ধরে একটি চক্র বাঁধাঘাটা স্কুলের পাশে মুনতাজ আলী বশিয়ার একটি ঘর ভাড়া নিয়ে ভেজাল দস্তা সার তৈরি করার অভিযোগ পাই। রোববার দিবাগত রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে কারখানার সামনে সারভর্তি একটি পিকআপ দেখতে পাই। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ ফেলে চালকসহ অন্যরা পালিয়ে যায়। পরে বিষয়টি এসি ল্যান্ড ও কৃষি কর্মকর্তাকে জানানো হয়।’

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা শাহীন ইসলাম, মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্করসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত