বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বদনীভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ সোমবার সকালে আহতের বাবা পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত মিরাজ মোল্লা (৩০) ওই গ্রামের লতিফ মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন।
পুলিশ মামলার প্রধান আসামি কাওছার শেখসহ (২৫) একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অপর আসামিরা হলেন—কাওছারের বাবা লিয়াকত শেখ (৬৫), মা জাহানারা বেগম (৫০) ও ভাই রহিম শেখ (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গতকাল রাতে নিজ বাড়িতে মিরাজ মোল্লার সঙ্গে রহিম শেখের পূর্ব বিরোধ নিয়ে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রহিম শেখ তাঁর পরিবারের লোকজনকে ডেকে এনে মিরাজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। পরে খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে পাঠায় পুলিশ। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, প্রতিপক্ষরা গরু জবাই করা ছুড়ি দিয়ে মিরাজকে কুপিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। হামলায় ব্যবহৃত পাইপ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার পাঁচজন আসামির চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
হামলাকারী ও আহতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বদনীভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ সোমবার সকালে আহতের বাবা পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত মিরাজ মোল্লা (৩০) ওই গ্রামের লতিফ মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন।
পুলিশ মামলার প্রধান আসামি কাওছার শেখসহ (২৫) একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অপর আসামিরা হলেন—কাওছারের বাবা লিয়াকত শেখ (৬৫), মা জাহানারা বেগম (৫০) ও ভাই রহিম শেখ (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গতকাল রাতে নিজ বাড়িতে মিরাজ মোল্লার সঙ্গে রহিম শেখের পূর্ব বিরোধ নিয়ে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রহিম শেখ তাঁর পরিবারের লোকজনকে ডেকে এনে মিরাজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। পরে খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে পাঠায় পুলিশ। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, প্রতিপক্ষরা গরু জবাই করা ছুড়ি দিয়ে মিরাজকে কুপিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। হামলায় ব্যবহৃত পাইপ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার পাঁচজন আসামির চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
হামলাকারী ও আহতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
ভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে ৭ মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেরাজধানীর হাইকোর্ট এলাকায় ট্রাক চাপায় সেন্টু ইসলাম (৪৫) নামে মোটরসাইকেল চালক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হাইকোর্ট কদম ফোয়ারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
২২ মিনিট আগেবুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
১ ঘণ্টা আগেশহীদ দুলাল সরদারের স্ত্রী মোসা. তাসলিমা বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে, এই মাটিতে তাদের যেন বিচার হয় এবং সকল খুনিদের যেন ফাঁসি হয়। সরকারের কাছে এইটুকুই আমার চাওয়া। সরকার অনেক সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ। তারপরও চারটি সন্তান নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।
১ ঘণ্টা আগে