Ajker Patrika

অধ্যক্ষকে গলায় জুতার মালা পরানোর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি
অধ্যক্ষকে গলায় জুতার মালা পরানোর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নড়াইলের সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানোর ঘটনার মামলার প্রধান আসামি রহমত উল্লাহ ওরফে রনি গাজিকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে খুলনা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত রনি নড়াইল সদর উপজেলার রুখালী গ্রামের জাবের গাজির ছেলে। 

গ্রেপ্তারের বিষয়টি নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় নিশ্চিত করে বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ নিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ ছাড়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানোর ঘটনায় এর আগে গ্রেপ্তারকৃত তিনজনকে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। আদালত আগামী ৩ জুলাই শুনানির দিন ধার্য করেছেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার ওসি (তদন্ত) মাহামুদুর রহমান বলেন, বুধবার আসামিদের নড়াইল সদর আমলি আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত আগামী ৩ জুলাই শুনানির দিন ধার্য করেন। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত