সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার বলাডাঙ্গায় ভাইয়ের চাপাতির কোপে আহত বরখাস্ত র্যাব সদস্য আজিবর রহমান (৪০) মারা গেছেন। আজ সোমবার তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত শুক্রবার রাতে বড় ভাইয়ের চাপাতির কোপে তিনি গুরুতর আহত হন।
নিহত আজিবর রহমান সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মৃত শহর আলীর ছেলে। তিনি ঢাকার র্যাব-১০-এর বরখাস্ত র্যাব সদস্য।
নিহতের ভাই রস্তম আলী বলেন, বড় ভাই আফসার আলী ও আজিবর রহমান দুজন গরুর মাংসের ব্যবসা করতেন। গত শুক্রবার রাত ৯টার দিকে ব্যবসার টাকা নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই আফসার আলী ঘর থেকে চাপাতি নিয়ে এসে আজিবর রহমানের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করেন।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) সকালে মারা যান আজিবর। তাঁর মরদেহ আনার প্রক্রিয়া চলছে।
নিহতের শ্যালক শাহিন হোসেন বলেন, ‘আজিজুর রহমান ঢাকার র্যাব-১০-এ কর্মরত ছিলেন। স্থানীয় একটি হোটেলে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত হন তিনি। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে বিভাগীয় মামলা চলছিল। আগামী ১০ মে মামলার চূড়ান্ত আদেশের দিন ছিল।’
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’ আফসার আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
সাতক্ষীরার বলাডাঙ্গায় ভাইয়ের চাপাতির কোপে আহত বরখাস্ত র্যাব সদস্য আজিবর রহমান (৪০) মারা গেছেন। আজ সোমবার তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত শুক্রবার রাতে বড় ভাইয়ের চাপাতির কোপে তিনি গুরুতর আহত হন।
নিহত আজিবর রহমান সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মৃত শহর আলীর ছেলে। তিনি ঢাকার র্যাব-১০-এর বরখাস্ত র্যাব সদস্য।
নিহতের ভাই রস্তম আলী বলেন, বড় ভাই আফসার আলী ও আজিবর রহমান দুজন গরুর মাংসের ব্যবসা করতেন। গত শুক্রবার রাত ৯টার দিকে ব্যবসার টাকা নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই আফসার আলী ঘর থেকে চাপাতি নিয়ে এসে আজিবর রহমানের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করেন।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) সকালে মারা যান আজিবর। তাঁর মরদেহ আনার প্রক্রিয়া চলছে।
নিহতের শ্যালক শাহিন হোসেন বলেন, ‘আজিজুর রহমান ঢাকার র্যাব-১০-এ কর্মরত ছিলেন। স্থানীয় একটি হোটেলে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত হন তিনি। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে বিভাগীয় মামলা চলছিল। আগামী ১০ মে মামলার চূড়ান্ত আদেশের দিন ছিল।’
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’ আফসার আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর তীর রক্ষায় জিও ব্যাগ ফেলার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। জিও ব্যাগে বালু ভরাট করতে নদীর ভাঙন ও ঝুঁকিপূর্ণ স্থানে শ্যালো ইঞ্জিনচালিত নিষিদ্ধ বোমা মেশিন বসিয়ে বালু তুলছে পাউবোর ঠিকাদার। বালু তোলার কারণে পাড়ের ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে।
১ মিনিট আগেময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের হয়রানি ও জিম্মি করে প্রতারণার অভিযোগে র্যাব-১৪ অভিযান চালিয়ে ১৪ জন দালালকে আটক করেছে। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে আটক ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
১৬ মিনিট আগেবরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক সিমুলেশন ল্যাবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৮টি কক্ষের সমন্বয়ে গঠিত এ ল্যাবের উদ্বোধন করেন শেবাচিমের অধ্যক্ষ ফয়জুল বাশার।
২১ মিনিট আগেযশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন তিন উপদেষ্টা। জলাবদ্ধ এলাকা পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে বিলে গিয়ে কৃষকের ধান কাটা দেখা ও তাঁদের সঙ্গে কথা বলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র...
২৮ মিনিট আগে