শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সুন্দরবনে বাঘের আক্রমণে সোলায়মান ইসলাম (৪০) নামের এক মৌয়াল নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকায় বাঘের হামলার শিকার হন তিনি।
নিহত সোলায়মান ইসলাম শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের শেখ আনছার আলীর ছেলে। ২০ মার্চ বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে নিজ ছেলে ও ছয় সহযোগীর সঙ্গে মধু সংগ্রহের জন্য সুন্দরবনে যান তিনি।
নিহতের ছেলে আব্দুস সামাদ জানান, বৃহস্পতিবার সকাল থেকে তাঁরা সুন্দরবনের বিভিন্ন অংশে মধু সংগ্রহ করেন। সন্ধ্যার দিকে কাছিকাটা এলাকায় গাছে উঠে মধু কাটার সময় পাশের ঝোপের মধ্যে লুকিয়ে থাকা বাঘ তাঁর বাবাকে আক্রমণ করে। এ সময় তাঁরা নিজেদের সংঘবদ্ধ করে বাঘকে ধাওয়া করলে ২০-২২ গজ দূরে শিকার ফেলে বাঘটি বনের মধ্যে চলে যায়। ঘাড় মটকে যাওয়ায় ঘটনাস্থলে তাঁর বাবার মৃত্যু হয়েছে।
আব্দুস সামাদ আরও বলেন, মরদেহ নিয়ে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বলেন, মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বন আইন মেনে অনুমতিপত্র (পাস) নিয়ে সুন্দরবনে প্রবেশ করায় তাঁর পরিবার বন বিভাগ প্রদত্ত যাবতীয় সুযোগ-সুবিধা পাবে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বন বিভাগ সূত্র জানিয়েছে, ‘দুর্ঘটনার শিকার মৌয়ালের পরিবারকে পূর্বঘোষিত বিমাসুবিধা দেওয়া হবে।’
সুন্দরবনে বাঘের আক্রমণে সোলায়মান ইসলাম (৪০) নামের এক মৌয়াল নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকায় বাঘের হামলার শিকার হন তিনি।
নিহত সোলায়মান ইসলাম শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের শেখ আনছার আলীর ছেলে। ২০ মার্চ বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে নিজ ছেলে ও ছয় সহযোগীর সঙ্গে মধু সংগ্রহের জন্য সুন্দরবনে যান তিনি।
নিহতের ছেলে আব্দুস সামাদ জানান, বৃহস্পতিবার সকাল থেকে তাঁরা সুন্দরবনের বিভিন্ন অংশে মধু সংগ্রহ করেন। সন্ধ্যার দিকে কাছিকাটা এলাকায় গাছে উঠে মধু কাটার সময় পাশের ঝোপের মধ্যে লুকিয়ে থাকা বাঘ তাঁর বাবাকে আক্রমণ করে। এ সময় তাঁরা নিজেদের সংঘবদ্ধ করে বাঘকে ধাওয়া করলে ২০-২২ গজ দূরে শিকার ফেলে বাঘটি বনের মধ্যে চলে যায়। ঘাড় মটকে যাওয়ায় ঘটনাস্থলে তাঁর বাবার মৃত্যু হয়েছে।
আব্দুস সামাদ আরও বলেন, মরদেহ নিয়ে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বলেন, মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বন আইন মেনে অনুমতিপত্র (পাস) নিয়ে সুন্দরবনে প্রবেশ করায় তাঁর পরিবার বন বিভাগ প্রদত্ত যাবতীয় সুযোগ-সুবিধা পাবে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বন বিভাগ সূত্র জানিয়েছে, ‘দুর্ঘটনার শিকার মৌয়ালের পরিবারকে পূর্বঘোষিত বিমাসুবিধা দেওয়া হবে।’
বরিশালের উজিরপুর ও বানারীপাড়া উপজেলা বিএনপির সম্মেলন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। উপজেলর আহ্বায়ক সরদার সরফুদ্দিন সান্টুর বাড়ির অদুরে তার মালিকাধীন কমিউনিটি সেন্টারে আজ রোববার বানারীপাড়া এবং সোমবার উজিরপুরের সম্মেলন হবে।
৪৪ মিনিট আগেপুলিশের উপস্থিতি টের পেয়ে শরীফুল আলম ও জুবায়ের তাদের প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় গাড়িটি তল্লাশি করে শরীফুল ও জুবায়েরের দেওয়া তথ্য অনুযায়ী দুজনের সিটের মাঝখানে থাকা গাড়ির টুলবক্স থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। কফি রঙের ছোট ব্যাগে থাকা ১৩টি স্বর্ণবারের ওজন ১ কেজি...
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আপনি কথা দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, নির্বাচনের আয়োজন করুন। কেউ যদি চাপ দেয় বা বাধা দেয়, বিএনপি আপনার পাশে থাকবে।’ শনিবার (১৯ জুলাই) বিকেলে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং...
১ ঘণ্টা আগেমুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের বা আমার কোনো আপস নেই। জামায়াত যে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাসংগ্রামকে অস্বীকার করে, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কারণ, আমি মুক্তিযোদ্ধা, আমি একাত্তরে মুক্তিযুদ্ধে কমান্ডার ছিলাম। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানও একজন বীর মুক্তিযোদ্ধা।’
১ ঘণ্টা আগে