শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা পৌর শহরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার পর্যন্ত চলছে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা।
এর আগে গতকাল রাতে শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র কাজী আশরাফুল আজম এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ওয়াহিদুজ্জামান ইকুর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতরা শৈলকুপা ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি আছেন।
জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার রাতে চৌরাস্তা মোড়ে ইকু সমর্থক উপজেলা যুবলীগের সহসভাপতি আসাদুজ্জামান ভুট্টোকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। অন্যদিকে মেয়র সমর্থক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের সভাপতি জাহিদুন্নবী কালু ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নুর বাড়িঘর ভাঙচুর করা হয়। এরই জেরে আজ বুধবার সকালে উভয় গ্রুপের কর্মী-সমর্থকেরা ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এরপর ঝিনাইদহ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে শৈলকুপা শহরে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ওয়াহিদুজ্জামান ইকু বলেন, ‘অন্যায়ভাবে উপজেলা যুবলীগের সহসভাপতি আসাদুজ্জামান ভুট্টোকে কুপিয়ে জখম করে মেয়র সমর্থকেরা। এ কারণে এলাকায় কিছুটা অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। বর্তমানে আমি ঢাকায় আছি। আমার কর্মী-সমর্থকদের শান্ত থাকতে বলেছি।’
মেয়র সমর্থক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের সভাপতি জাহিদুন্নবী কালু বলেন, ‘আমি মেয়র সমর্থক হওয়ায় আমার মোটরসাইকেলসহ বাড়ির ভেতরে ঢুকে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেছে প্রতিপক্ষ। আমি এর বিচার চাই।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। যেকোনো পরিস্থিতি পুলিশ কঠোরভাবে দমন করবে।
ঝিনাইদহের শৈলকুপা পৌর শহরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার পর্যন্ত চলছে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা।
এর আগে গতকাল রাতে শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র কাজী আশরাফুল আজম এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ওয়াহিদুজ্জামান ইকুর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতরা শৈলকুপা ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি আছেন।
জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার রাতে চৌরাস্তা মোড়ে ইকু সমর্থক উপজেলা যুবলীগের সহসভাপতি আসাদুজ্জামান ভুট্টোকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। অন্যদিকে মেয়র সমর্থক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের সভাপতি জাহিদুন্নবী কালু ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নুর বাড়িঘর ভাঙচুর করা হয়। এরই জেরে আজ বুধবার সকালে উভয় গ্রুপের কর্মী-সমর্থকেরা ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এরপর ঝিনাইদহ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে শৈলকুপা শহরে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ওয়াহিদুজ্জামান ইকু বলেন, ‘অন্যায়ভাবে উপজেলা যুবলীগের সহসভাপতি আসাদুজ্জামান ভুট্টোকে কুপিয়ে জখম করে মেয়র সমর্থকেরা। এ কারণে এলাকায় কিছুটা অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। বর্তমানে আমি ঢাকায় আছি। আমার কর্মী-সমর্থকদের শান্ত থাকতে বলেছি।’
মেয়র সমর্থক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের সভাপতি জাহিদুন্নবী কালু বলেন, ‘আমি মেয়র সমর্থক হওয়ায় আমার মোটরসাইকেলসহ বাড়ির ভেতরে ঢুকে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেছে প্রতিপক্ষ। আমি এর বিচার চাই।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। যেকোনো পরিস্থিতি পুলিশ কঠোরভাবে দমন করবে।
পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি রাস্তা নির্মাণকাজে ‘অনিয়ম হয়নি’ দাবি করায় এলজিইডির কার্যসহকারী জাহিদুল ইসলামকে পিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তিনি একটি ধানখেতে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের গাইঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শাহবাগ মোড়ে ছাত্রদলের সমাবেশ, কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ এবং সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান উপলক্ষে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। সমাবেশ চলাকালীন নগরবাসীকে বিকল্প পথ হিসেবে হেয়ার রোড, মিন্টু রোড, নীলক্ষেত, পলাশী ও বাংলামো
১৫ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের আবুল কাশেম হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁর নাম মো. রিপন মিয়া (৪৭)।
১৭ মিনিট আগেসাতক্ষীরার শ্যামনগরে বিরোধপূর্ণ একটি জমির দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার বিকেলে শ্যামনগর উপজেলার রামজীবনপুরের কেয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
১৯ মিনিট আগে