Ajker Patrika

নড়াইলে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ২৪
নড়াইলে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত মাসুম মোল্যা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার চন্দ্রপুর গ্রামের মহসিন মোল্যার ছেলে।

এর আগে ১৪ সেপ্টেম্বর মাসুম মোল্যা নিজেদের মাছের ঘের থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকেরা রাস্তায় ফেলে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীরা জানায়, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার চন্দ্রপুর গ্রামে মহসিন মোল্যা ও আতাউর মৃধার মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জেরে ১৪ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মাসুম মোল্যা (৩০) মাছের ঘের থেকে ফেরার পথে প্রতিপক্ষ আতাউর মৃধার লোকেরা রাস্তায় ফেলে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়। 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাসুমের ওপর হামলার ঘটনায় ২০ সেপ্টেম্বর তাঁর ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলাটি এখন হত্যা মামলায় পরিণত হবে। মামলার আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত