শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় সাংগঠনিক কাজে যাওয়া ছাত্রশিবিরের নেতাদের মারধর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার জেরে সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলন ও তাঁর বাবার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় শিবিরের ক্ষুব্ধ নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোমানতলী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুপক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দাওয়াতি কাজে সাবেক এমপি আতাউল হক দোলনের বাড়িসংলগ্ন গোমানতলী ফাজিল মাদ্রাসায় যান ছাত্রশিবিরের ২০-২২ জন নেতা-কর্মী। বিষয়টি জানতে পেরে দোলনের ছেলে ফাহিম রাব্বির নির্দেশে আওয়ামী লীগের কর্মীরা সংঘবদ্ধ হয়ে রড, হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে শিবির নেতা-কর্মীদের ওপর চড়াও হন। হামলায় গুরুতর আহত হন শিবিরের উপজেলা শাখার সাহিত্য সম্পাদক আসাদুল্লাহ সাঈদী, মহসীন কলেজ শাখার সেক্রেটারি আল শাহরিয়ার রোকন, পৌর সেক্রেটারি আব্দুল্লাহ আল সিয়াম ও শিবিরকর্মী মিরাজ।
এ দিকে নেতা-কর্মীদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শিবিরের প্রায় ৩০০ নেতা-কর্মী উপজেলা সদরে জড়ো হন। একপর্যায়ে লাঠিসোঁটাসহ তাঁরা মিছিল নিয়ে গোমানতলী গ্রামে গিয়ে আতাউল হক দোলন ও তাঁর বাবা সাবেক এমপি এ কে ফজলুল হকের বাড়িতে হামলা চালান। ফজলুল হক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল ইসলাম বলেন, ‘সাবেক এমপির ছেলে ফাহিম রাব্বির নির্দেশে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলায় সংগঠনের ১৬ নেতা-কর্মী আহত হন।’
এ বিষয়ে হোয়াটসঅ্যাপে কথা হলে দোলন বলেন, শিবিরের কর্মীরা স্থানীয় গ্রামবাসীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এ সময় তাঁর ছেলে ফাহিম রাব্বি এলাকার মুরুব্বিদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে জামায়াত-শিবিরের ৪০০-৫০০ লোকজন দুটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।
সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় সাংগঠনিক কাজে যাওয়া ছাত্রশিবিরের নেতাদের মারধর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার জেরে সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলন ও তাঁর বাবার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় শিবিরের ক্ষুব্ধ নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোমানতলী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুপক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দাওয়াতি কাজে সাবেক এমপি আতাউল হক দোলনের বাড়িসংলগ্ন গোমানতলী ফাজিল মাদ্রাসায় যান ছাত্রশিবিরের ২০-২২ জন নেতা-কর্মী। বিষয়টি জানতে পেরে দোলনের ছেলে ফাহিম রাব্বির নির্দেশে আওয়ামী লীগের কর্মীরা সংঘবদ্ধ হয়ে রড, হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে শিবির নেতা-কর্মীদের ওপর চড়াও হন। হামলায় গুরুতর আহত হন শিবিরের উপজেলা শাখার সাহিত্য সম্পাদক আসাদুল্লাহ সাঈদী, মহসীন কলেজ শাখার সেক্রেটারি আল শাহরিয়ার রোকন, পৌর সেক্রেটারি আব্দুল্লাহ আল সিয়াম ও শিবিরকর্মী মিরাজ।
এ দিকে নেতা-কর্মীদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শিবিরের প্রায় ৩০০ নেতা-কর্মী উপজেলা সদরে জড়ো হন। একপর্যায়ে লাঠিসোঁটাসহ তাঁরা মিছিল নিয়ে গোমানতলী গ্রামে গিয়ে আতাউল হক দোলন ও তাঁর বাবা সাবেক এমপি এ কে ফজলুল হকের বাড়িতে হামলা চালান। ফজলুল হক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল ইসলাম বলেন, ‘সাবেক এমপির ছেলে ফাহিম রাব্বির নির্দেশে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলায় সংগঠনের ১৬ নেতা-কর্মী আহত হন।’
এ বিষয়ে হোয়াটসঅ্যাপে কথা হলে দোলন বলেন, শিবিরের কর্মীরা স্থানীয় গ্রামবাসীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এ সময় তাঁর ছেলে ফাহিম রাব্বি এলাকার মুরুব্বিদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে জামায়াত-শিবিরের ৪০০-৫০০ লোকজন দুটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।
পতিত আওয়ামী সরকারের আমলে সিলেটের বহুল আলোচিত প্রভাবশালী পরিবহন শ্রমিকনেতা সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার সকালে বিস্ফোরক ও ভাঙচুরের মামলায় জামিন নিতে গেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক শরীফুল হক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৯ মিনিট আগেনাসির উদ্দিন বলেন, ‘আজ কাজী আমজাদ সাইদ (২০) ও সবুজা বেগম (৪০) নামের দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমজাদ ঘটনার সময় উদ্ধার করতে গিয়ে আহত হয়েছিলেন। আর সবুজা বেগম স্কুলে আয়ার কাজ করতেন। গতকাল আয়ান খান (১২) ও রাফসি (১২) নামের দুই শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছিল।’
২৯ মিনিট আগেসিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদ থেকে মুকিত আহমদ (১৮) নাম এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ এ তথ্য নিশ্চিত করে।
৩৬ মিনিট আগেসান্তাহার রেলওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ রোববার বেলা দেড়টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করছিল। সেই মুহূর্তে মোটরসাইকেল আরোহী নাসিম মাহমুদ জয় রেলক্রসিং দিয়ে দ্রুত পার হতে গেলে ওই ট্রেনের ইঞ্জিনের সঙ্গে
৩৭ মিনিট আগে