Ajker Patrika

সাকিব ছাড়া বাকি ৪ প্রতিদ্বন্দ্বী মাঠে নেই, প্রার্থীদের চেনেনও না ভোটারেরা 

মাগুরা প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৮: ৫৬
Thumbnail image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন চারজন। একজন বাদে এ আসনে সবাই জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার অংশ নিচ্ছেন। তবে ভোটের মাঠে কেবল নৌকার প্রার্থী সাকিব আল হাসানকেই নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

ভোটাররা বলছেন, ভোটের সময় কাছাকাছি এলেও নৌকার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীকে এখন পর্যন্ত প্রচারণা করতে দেখা যায়নি। এমনকি জেলা শহর থেকে শুরু করে সংসদীয় আসনে নৌকা ছাড়া কোথাও তেমন পোস্টার সাঁটানো নেই। নৌকা ছাড়া বাকি প্রার্থীদের তাঁরা চেনেনও না।

মাগুরা–১ আসনে বাকি প্রার্থীরা হলেন, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হেসেন (ডাব), জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সিরাজুস সায়েফিন সাঈফ (লাঙ্গল), তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায় রনি (সোনালি আঁশ)। তাঁদের মধ্যে ভোটের মাঠে কিছুটা প্রচার করতে দেখা গেছে বাংলাদেশ কংগ্রেসকে। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) কে এম মোতাসিম বিল্লাহ (টেলিভিশন)। তিনি ২০১৮ সালে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

মাগুরা ১ ও ২ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী দলটির চেয়ারম্যান নিজেই। নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কাজী রেজাউল হেসেন আজ মঙ্গলবার জেলা শহরের কলেজ পাড়া পার্টি অফিস থেকে ভায়না মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে মানুষের কাছে ভোট চেয়েছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এখন আর রাতের ভোট দিনের ভোট হবে না। মানুষের কাছে যেতে হবে। ভোট চাইছি। সবাইকে নিয়ে সুস্থ রাজনীতির চর্চা করতে হবে।’ তিনি আওয়ামী লীগ ও বিএনপির রেষারেষি বন্ধ করার আহ্বানও করেন।

এদিকে নির্বাচনে জাতীয় পার্টির কোনো প্রচারণা শুরু থেকে নেই। এ বিষয়ে প্রার্থী মোহাম্মদ সিরাজুস সায়েফিন সাঈফ আজকের পত্রিকাকে বলেন, তিনি কোনো প্রচার করছেন না। দলের সিদ্ধান্ত মোতাবেক তিনি নীরব রয়েছেন।

বিএনএফের প্রার্থী মোতাসিম বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, এখনো প্রচার শুরু করেননি তিনি।

মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুদিদোকানি আবু বক্কার বলেন, নৌকার ভোট চাইতে লোকজন আসে। কিন্তু অন্য কোনো মার্কার ভোট কেউ চাইতে আসেনি।

সদরের গাঙনালিয়ার ভোটার ইসহাক মোল্লা বলেন, ‘নৌকার প্রার্থীর প্রচার তো নিয়মিত শুনি। কিন্তু আর যারা প্রার্থী আছে তাদের চিনিও না, ভোট চাইতে এখনো আসেনি আমাদের এলাকায়।’

মাগুরা শহরের ভোটার নাজমুল বিশ্বাস আক্ষেপ করে বলেন, ‘সাকিবের প্রচারণা তো নিয়মিত শুনি। কিছু ডাব মার্কার পোস্টার প্রচারণা ছাড়া শহরে বাকি প্রার্থীর কেউই কোনো প্রচারণায় নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত