Ajker Patrika

কালবৈশাখীতে শরণখোলায় কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২৩, ২১: ১২
কালবৈশাখীতে শরণখোলায় কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

বাগেরহাটের শরণখোলায় আকস্মিক কালবৈশাখীতে কয়েকটি গ্রামে ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার উপজেলার সাউথখালী ইউনিয়নের রায়েন্দা, তালাবাড়ী ও দক্ষিণ তাফালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, মাত্র পাঁচ মিনিটের এ ঝড়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ তিনটি গ্রামের বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের দুটি টিনশেড ঘরের চাল উড়ে গেছে। রায়েন্দা গ্রামের আবুল খানের বসতঘর বিধ্বস্ত হয়েছে। গাছ পড়ে একই গ্রামের পুলক হালদারের বসতঘর এবং দক্ষিণ তাফালবাড়ী গ্রামের বেলায়েত মাস্টারের দুটি বসতঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক ঝড়ে ওই তিন গ্রামের কমপক্ষে ১০টি বসতঘর এবং শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়েছে। 

শরণখোলায় কালবৈশাখীতে ভেঙে পড়েছে গাছপালাসাউথখালী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন খলিল আজকের পত্রিকাকে বলেন, ‘রায়েন্দা, তাফালবাড়ী ও দক্ষিণ তাফালবাড়ী গ্রামের ওপর দিয়ে বেলা ৩টার দিকে হঠাৎ কালবৈশাখী বয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের টিনশেড ঘরসহ কয়েকটি কাঁচাঘর ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, কী পরিমাণ ঘরবাড়ি ও গাছপালার ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত