কুষ্টিয়া প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নিয়ে মিথ্যাচারের মাধ্যমে বিএনপি জনগণকে বিভ্রান্ত করতে চাইছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এই অভিযোগ করেন।
হানিফ বলেন, কুসিক নির্বাচনে এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ আসে নাই বা সেটা দৃশ্যমান নয়। কুমিল্লা মহানগর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার তাঁর নিজ বাড়িতে অবস্থান করছেন। একজন সংসদ সদস্য তাঁর এলাকায় যেতে পারেন, বাড়িতে থাকতে পারেন। তিনি স্থানীয় নির্বাচনে প্রচারণায় অংশ নিচ্ছেন কি না, সেটাই হচ্ছে মূল বিষয়। যদি কোনো সংসদ সদস্য স্থানীয় নির্বাচনের প্রচারণায় অংশ না নিয়ে থাকেন, সে ক্ষেত্রে তো নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উত্থাপিত হতে পারে না।
আওয়ামী লীগের নেতা বলেন, ‘আমরা যতটুকু দেখেছি, শুনেছি, তিনি (বাহার) কুমিল্লা সিটি নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করেননি। তিনি তাঁর বাড়িতে অবস্থান করছেন। মানুষ তাঁর নিজস্ব বাড়িতে থাকবে এটা তো অস্বাভাবিক কিছু নয়। এটা নিয়ে কাউকে পদত্যাগ করতে হবে, কাউকে বহিষ্কার করতে হবে এটা যৌক্তিক নয়।’
হানিফ বলেন, আসলে বিএনপির সামনে এ সময় সরকারের বিরুদ্ধে কথা বলা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলার তেমন কোনো কিছু নেই। কোনো কিছু না থাকার কারণে এরা এগুলো নিয়ে ইস্যু খুঁজে বেড়াচ্ছে। কোনো একটা ঘটনাকে মিথ্যার প্রলেপ দিয়ে জনগণের কাছে বিভ্রান্ত করে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
এ সময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ প্রশাসন ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নিয়ে মিথ্যাচারের মাধ্যমে বিএনপি জনগণকে বিভ্রান্ত করতে চাইছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এই অভিযোগ করেন।
হানিফ বলেন, কুসিক নির্বাচনে এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ আসে নাই বা সেটা দৃশ্যমান নয়। কুমিল্লা মহানগর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার তাঁর নিজ বাড়িতে অবস্থান করছেন। একজন সংসদ সদস্য তাঁর এলাকায় যেতে পারেন, বাড়িতে থাকতে পারেন। তিনি স্থানীয় নির্বাচনে প্রচারণায় অংশ নিচ্ছেন কি না, সেটাই হচ্ছে মূল বিষয়। যদি কোনো সংসদ সদস্য স্থানীয় নির্বাচনের প্রচারণায় অংশ না নিয়ে থাকেন, সে ক্ষেত্রে তো নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উত্থাপিত হতে পারে না।
আওয়ামী লীগের নেতা বলেন, ‘আমরা যতটুকু দেখেছি, শুনেছি, তিনি (বাহার) কুমিল্লা সিটি নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করেননি। তিনি তাঁর বাড়িতে অবস্থান করছেন। মানুষ তাঁর নিজস্ব বাড়িতে থাকবে এটা তো অস্বাভাবিক কিছু নয়। এটা নিয়ে কাউকে পদত্যাগ করতে হবে, কাউকে বহিষ্কার করতে হবে এটা যৌক্তিক নয়।’
হানিফ বলেন, আসলে বিএনপির সামনে এ সময় সরকারের বিরুদ্ধে কথা বলা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলার তেমন কোনো কিছু নেই। কোনো কিছু না থাকার কারণে এরা এগুলো নিয়ে ইস্যু খুঁজে বেড়াচ্ছে। কোনো একটা ঘটনাকে মিথ্যার প্রলেপ দিয়ে জনগণের কাছে বিভ্রান্ত করে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
এ সময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ প্রশাসন ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
খাগড়াছড়ির সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল হয়েছে। আজ রোববার সকালে জেলার দীঘিনালা উপজেলায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভ করে।
৩ মিনিট আগেট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
১৭ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
৩৩ মিনিট আগে