বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে শিবের কৃপা লাভের আশায় হেঁটে ভারতের কেদারনাথ মন্দিরে যাচ্ছেন এক ব্যক্তি। আজ শুক্রবার সকালে রামপাল উপজেলার গৌরম্ভা এলাকা থেকে ছাতা হাতে নিয়ে হেঁটে রওনা দেন তিনি।
এ সময় আবেগঘন পরিবেশে স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কোলাকুরি মধ্য দিয়ে বিদায় নেন ২৯ বছর বয়সী স্বদেশ কুন্ডু। সবকিছু ঠিক থাকলে ৭০ দিন হেঁটে ১ হাজার ৯০০ কিলোমিটার দূরের মন্দিরে পৌঁছাবেন এই মহাদেব ভক্ত। স্বদেশ কুন্ডুকে শুভকামনা জানিয়েছেন স্থানীয়রা। এ সময় তিনি টিশার্ট ও লুঙ্গি পরিহিত ছিলেন।
স্বদেশ কুন্ডু গৌরম্ভা এলাকার মোহন কুন্ডুর ছেলে। গৌরম্ভা বাজারে তাঁর কাপড়ের ব্যবসা রয়েছে।
স্থানীয়রা জানান, স্বদেশ কুন্ডু একজন ধর্মভীরু মানুষ। বিভিন্ন সময় তিনি দূরদূরান্তের জাগ্রত মন্দিরে যাওয়ার আশা প্রকাশ করতেন। এবার তিনি হেঁটে কেদারনাথ মন্দিরে যাচ্ছেন। তার জন্য আশির্বাদ করেন, তিনি যেন সুস্থভাবে ফিরে আসেন।
রামপাল পূজা উদ্যাপন পরিষদের সদস্য তুষার মজুমদার বলেন, ‘আমাদের জানা মতে বাগেরহাট থেকে এই প্রথম কোনো ভক্ত হেঁটে কেদারনাথ মন্দিরে যাচ্ছে। আমরা তাকে বিদায় জানাতে এসেছি। তার যাত্রা সফল হোক।’
স্বদেশ কুন্ডুর ভাগনে সবুজ সরকার বলেন, ‘হেঁটে যাওয়া খুবই কষ্টকর একটা বিষয়। তারপরও মহাদেবের ভালোবাসা পেতে মামা যাচ্ছেন, মামার জন্য শুভ কমানা জানাই।’
দীলিপ কুন্ডু নামের এক ব্যক্তি বলেন, ‘মনে আশা থাকলেও, সবার পায়ে হেঁটে যাওয়ার সাহস হয় না। স্বদেশের এই যাত্রা তা দৃষ্টান্ত হয়ে থাকবে। স্বদেশ সুস্থভাবে ফিরে আসলে, হয়ত আরও অনেকে এভাবে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। তাতে কেদারনাথ মন্দিরের স্থায়ী ভক্তদের সঙ্গে আমাদের বাগেরহাটের সনাতন ধর্মালম্বীদের একটি সেতুবন্ধন তৈরি হবে।’
কেন এই দীর্ঘ যাত্রা জানতে চাইলে স্বদেশ কুন্ডু বলেন, ‘কেদারনাথ মন্দির একটি জাগ্রত মন্দির। ছোটবেলা থেকেই এই মন্দিরে যাওয়ার একটি সুপ্ত বাসনা ছিল, মনের সেই আশা পূরণের জন্য হেঁটে যাচ্ছি। সেখানে শিবের পূজা ও আড়াধনা করব। আমার পরিবার ও এলাকাবাসীর জন্য প্রার্থনা করব।’
হেটে যাওয়া রুট সম্পর্কে স্বদেশ কুন্ডু বলেন, ‘গৌরম্ভা থেকে রুপসা, রুপসা থেকে কেশবপুর, কেশবপুর থেকে জামতলা, জামতলা থেকে বেনাপোল বর্ডার পার হয়ে পেট্রোপোল থেকে পশ্চিমবঙ্গ প্রদেশে প্রবেশ করব। সেখান থেকে হেঁটে ঝাড়খন্ড প্রদেশ দিয়ে উত্তর প্রদেশের কেদারনাথ মন্দিরে পৌঁছাব। সবকিছু ঠিক ও শরীর সুস্থ থাকলে ৭০ দিনের মধ্যে পৌঁছাব। এই সময়ে বিভিন্ন এলাকায় থাকা মন্দির-মন্ডপে বিশ্রাম ও খাওয়া দাওয়া সম্পন্ন করব।’
কেদারনাথ মন্দিরে পূজা আর্চোনা ও অন্যান্য আড়াধনা শেষে যানবাহনে করে বাড়ি ফিরবেন ২৯ বছর বয়সী এই যুবক। দীর্ঘ যাত্রায় মাত্র ৩০ হাজার টাকা ব্যয় হবে বলে জানান স্বদেশ।
কেদারনাথ মন্দিরটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ শহরের মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির। এটি সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান তীর্থস্থান। প্রতিবছর নির্দিষ্ট সময়ে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীরা আসেন কেদারনাথ মন্দিরে।
বাগেরহাটে শিবের কৃপা লাভের আশায় হেঁটে ভারতের কেদারনাথ মন্দিরে যাচ্ছেন এক ব্যক্তি। আজ শুক্রবার সকালে রামপাল উপজেলার গৌরম্ভা এলাকা থেকে ছাতা হাতে নিয়ে হেঁটে রওনা দেন তিনি।
এ সময় আবেগঘন পরিবেশে স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কোলাকুরি মধ্য দিয়ে বিদায় নেন ২৯ বছর বয়সী স্বদেশ কুন্ডু। সবকিছু ঠিক থাকলে ৭০ দিন হেঁটে ১ হাজার ৯০০ কিলোমিটার দূরের মন্দিরে পৌঁছাবেন এই মহাদেব ভক্ত। স্বদেশ কুন্ডুকে শুভকামনা জানিয়েছেন স্থানীয়রা। এ সময় তিনি টিশার্ট ও লুঙ্গি পরিহিত ছিলেন।
স্বদেশ কুন্ডু গৌরম্ভা এলাকার মোহন কুন্ডুর ছেলে। গৌরম্ভা বাজারে তাঁর কাপড়ের ব্যবসা রয়েছে।
স্থানীয়রা জানান, স্বদেশ কুন্ডু একজন ধর্মভীরু মানুষ। বিভিন্ন সময় তিনি দূরদূরান্তের জাগ্রত মন্দিরে যাওয়ার আশা প্রকাশ করতেন। এবার তিনি হেঁটে কেদারনাথ মন্দিরে যাচ্ছেন। তার জন্য আশির্বাদ করেন, তিনি যেন সুস্থভাবে ফিরে আসেন।
রামপাল পূজা উদ্যাপন পরিষদের সদস্য তুষার মজুমদার বলেন, ‘আমাদের জানা মতে বাগেরহাট থেকে এই প্রথম কোনো ভক্ত হেঁটে কেদারনাথ মন্দিরে যাচ্ছে। আমরা তাকে বিদায় জানাতে এসেছি। তার যাত্রা সফল হোক।’
স্বদেশ কুন্ডুর ভাগনে সবুজ সরকার বলেন, ‘হেঁটে যাওয়া খুবই কষ্টকর একটা বিষয়। তারপরও মহাদেবের ভালোবাসা পেতে মামা যাচ্ছেন, মামার জন্য শুভ কমানা জানাই।’
দীলিপ কুন্ডু নামের এক ব্যক্তি বলেন, ‘মনে আশা থাকলেও, সবার পায়ে হেঁটে যাওয়ার সাহস হয় না। স্বদেশের এই যাত্রা তা দৃষ্টান্ত হয়ে থাকবে। স্বদেশ সুস্থভাবে ফিরে আসলে, হয়ত আরও অনেকে এভাবে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। তাতে কেদারনাথ মন্দিরের স্থায়ী ভক্তদের সঙ্গে আমাদের বাগেরহাটের সনাতন ধর্মালম্বীদের একটি সেতুবন্ধন তৈরি হবে।’
কেন এই দীর্ঘ যাত্রা জানতে চাইলে স্বদেশ কুন্ডু বলেন, ‘কেদারনাথ মন্দির একটি জাগ্রত মন্দির। ছোটবেলা থেকেই এই মন্দিরে যাওয়ার একটি সুপ্ত বাসনা ছিল, মনের সেই আশা পূরণের জন্য হেঁটে যাচ্ছি। সেখানে শিবের পূজা ও আড়াধনা করব। আমার পরিবার ও এলাকাবাসীর জন্য প্রার্থনা করব।’
হেটে যাওয়া রুট সম্পর্কে স্বদেশ কুন্ডু বলেন, ‘গৌরম্ভা থেকে রুপসা, রুপসা থেকে কেশবপুর, কেশবপুর থেকে জামতলা, জামতলা থেকে বেনাপোল বর্ডার পার হয়ে পেট্রোপোল থেকে পশ্চিমবঙ্গ প্রদেশে প্রবেশ করব। সেখান থেকে হেঁটে ঝাড়খন্ড প্রদেশ দিয়ে উত্তর প্রদেশের কেদারনাথ মন্দিরে পৌঁছাব। সবকিছু ঠিক ও শরীর সুস্থ থাকলে ৭০ দিনের মধ্যে পৌঁছাব। এই সময়ে বিভিন্ন এলাকায় থাকা মন্দির-মন্ডপে বিশ্রাম ও খাওয়া দাওয়া সম্পন্ন করব।’
কেদারনাথ মন্দিরে পূজা আর্চোনা ও অন্যান্য আড়াধনা শেষে যানবাহনে করে বাড়ি ফিরবেন ২৯ বছর বয়সী এই যুবক। দীর্ঘ যাত্রায় মাত্র ৩০ হাজার টাকা ব্যয় হবে বলে জানান স্বদেশ।
কেদারনাথ মন্দিরটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ শহরের মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির। এটি সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান তীর্থস্থান। প্রতিবছর নির্দিষ্ট সময়ে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীরা আসেন কেদারনাথ মন্দিরে।
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
২ মিনিট আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৫ মিনিট আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
১১ মিনিট আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
১৫ মিনিট আগে