Ajker Patrika

গণ-হিস্টিরিয়া: হঠাৎ শিক্ষিকাসহ ১০ ছাত্রী অসুস্থ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১০: ৫১
গণ-হিস্টিরিয়া: হঠাৎ শিক্ষিকাসহ ১০ ছাত্রী অসুস্থ

বাগেরহাটের চিতলমারীতে এক শিক্ষিকাসহ ১০ ছাত্রী গণ-হিস্টিরিয়ায় (মাস সাইকোজেনিক ইলনেস) আক্রান্ত হয়েছে। শিক্ষিকাসহ গুরুতর অসুস্থ ছয়জনকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে বিদ্যালয় থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি মিস্ত্রি এ তথ্য নিশ্চিত করেছেন।

গুরুতর অবস্থা যাদের তাঁরা হলো বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লক্ষ্মী বিশ্বাস (২৭), ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আরিশা আক্তার (১২), নওশিন আক্তার (১৩), সুস্মিতা রায় (১২), সুইটি হীরা (১২) ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী আশামনি (১১)।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মোহাম্মদ আল আমিন বলেন, ‘এটা এমন এক ধরনের রোগ, যেটা মানসিক দুশ্চিন্তা ও ভয় থেকে হয়। এ ধরনের রোগীরা ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত