ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় আহত ইমতিয়াজ আহমেদ জাবির (২০) মারা গেছেন। সাত দিন পর শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে রাতেই যশোর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
জাবির ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হন। তাঁর ঊরুতে দুটি গুলি লাগে। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ইমতিয়াজ আহমেদ জাবির যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের দেউলি গ্রামের নওশের আলীর ছেলে। তিনি ঢাকার তেজগাঁও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে বিবিএতে দ্বিতীয় বর্ষে পড়তেন। দুই ভাই-বোনের মধ্যে তিনি বড়।
শনিবার এ প্রতিবেদক জাবিরের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করতে পারেননি। প্রতিবেশীরা জানান, ছেলের মৃত্যুতে বাবা নওশের আলী ও মা শিরিনা খাতুন নির্বাক হয়ে চিকিৎসাধীন।
জাবিরের চাচাতো ভাই মো. তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চাচা-চাচির সঙ্গে দেখা করার কোনো পরিস্থিতি নেই। তাঁরা অসুস্থ, নির্বাক হয়ে গেছেন, আপনাদের কাছে ক্ষমা চাই।’ জাবিরের মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ বা বিচার চান কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনো অভিযোগ বা কিছুই চাওয়ার নেই। আমরা এতটুকুও বলতে চাই না।’
স্থানীয় ইউপি সদস্য হুমায়ন কবির বলেন, শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। ওই দিন রাত ১১টার দিকে তাঁর লাশ গ্রামের বাড়িতে পৌঁছায়। পরদিন (শনিবার) সকাল ৯টায় জানাজার সময় দেওয়া থাকলেও শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় আহত ইমতিয়াজ আহমেদ জাবির (২০) মারা গেছেন। সাত দিন পর শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে রাতেই যশোর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
জাবির ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হন। তাঁর ঊরুতে দুটি গুলি লাগে। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ইমতিয়াজ আহমেদ জাবির যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের দেউলি গ্রামের নওশের আলীর ছেলে। তিনি ঢাকার তেজগাঁও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে বিবিএতে দ্বিতীয় বর্ষে পড়তেন। দুই ভাই-বোনের মধ্যে তিনি বড়।
শনিবার এ প্রতিবেদক জাবিরের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করতে পারেননি। প্রতিবেশীরা জানান, ছেলের মৃত্যুতে বাবা নওশের আলী ও মা শিরিনা খাতুন নির্বাক হয়ে চিকিৎসাধীন।
জাবিরের চাচাতো ভাই মো. তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চাচা-চাচির সঙ্গে দেখা করার কোনো পরিস্থিতি নেই। তাঁরা অসুস্থ, নির্বাক হয়ে গেছেন, আপনাদের কাছে ক্ষমা চাই।’ জাবিরের মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ বা বিচার চান কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনো অভিযোগ বা কিছুই চাওয়ার নেই। আমরা এতটুকুও বলতে চাই না।’
স্থানীয় ইউপি সদস্য হুমায়ন কবির বলেন, শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। ওই দিন রাত ১১টার দিকে তাঁর লাশ গ্রামের বাড়িতে পৌঁছায়। পরদিন (শনিবার) সকাল ৯টায় জানাজার সময় দেওয়া থাকলেও শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) দরপত্রের মাধ্যমে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি ও উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল বাঁধ সংস্কারের ঠিকাদারি কাজ পান। উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে তাঁদের বাঁধ নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে।
১১ মিনিট আগেরাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
৩৪ মিনিট আগেআজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েক শ শ্রমিক। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ১০টার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
১ ঘণ্টা আগেভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া
১ ঘণ্টা আগে