Ajker Patrika

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

কুষ্টিয়া: নির্মাণাধীন সেপটিক ট্যাংকের বাঁশ-কাঠের শাটারিং খুলতে গিয়ে প্রাণ গেল দুই নির্মাণশ্রমিকের। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে শহরতলীর জুগিয়া পালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

বিষক্রিয়ায় মারা যাওয়া শ্রমিকরা হলেন– সাদেক বাচ্চু, তার সহযোগী মো. মানিক হোসেন। তাদের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামে।

জানা গেছে, সহকর্মীদর নিয়ে ১০-১২ দিন আগে বড় বোন ফরিদা খাতুনের বাড়ির সেপটিক ট্যাংকের ঢালায় দিয়ে যান সাদেক। আজ সকালে সহযোগী শ্রমিক মানিককে সাথে নিয়ে ট্যাংকের শাটারিং খুলতে আসেন। ঢালাইয়ের সুবিধার্থে দেওয়া বাঁশের খুঁটির শাটারিং খোলার জন্য প্রথমে সেপটিক ট্যাংকে নামেন হেলপার মানিক। মানিক কোনো সাড়াশব্দ না করলে মিস্ত্রী সাদেক বাচ্চুও ভেতরে নামেন। তারও আর সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের খবর দেন ভগ্নিপতি আমিরুল ইসলাম। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। সেখানেই চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি শওকত কবির বলেন, বৃষ্টির কারণে বাড়ির লোকজন সেপটিক ট্যাংক ঢেকে রেখেছিল। দীর্ঘসময় বন্ধ থাকায় সেখানে গ্যাসের সৃষ্টি হয়ে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, মিথেন গ্যাস আর অক্সিজেন সংকটের কারণেই তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে।

ওসি শওকত কবির আরও বলেন, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত