Ajker Patrika

ওল খেতে থেকে গাঁজা গাছ উদ্ধার, চাষি গ্রেপ্তার

কেশবপুর (যশোর) প্রতিনিধি
Thumbnail image

যশোরের কেশবপুরে ওল খেতে চাষ করা গাঁজা গাছসহ আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার আড়ুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত জবেদ আলী মোড়লের ছেলে।

পুলিশ বলছে, উপজেলার সুফলা কাটি ইউনিয়নের কলাগাছি বাজারের পাশে আনোয়ার হোসেন তাঁর একটি ওল খেতে গাঁজা গাছ চাষ করেছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে ওল খেতে অভিযান চালিয়ে ওই গাঁজা গাছ উদ্ধারসহ তাঁকে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া গাঁজা গাছটির উচ্চতা প্রায় ১০ ফুট।

এ বিষয়ে উপজেলার ভেরচি পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল বাশার বলেন, ‘ওই ব্যক্তির ওল খেত থেকে গাঁজা গাছ উদ্ধারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার তাঁকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত