Ajker Patrika

খুলনায় ১৫টি সোনার বারসহ আটক ২

খুলনা ও বটিয়াঘাটা প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৮: ২৩
খুলনায় ১৫টি সোনার বারসহ আটক ২

খুলনার বটিয়াঘাটা উপজেলার লবণচরা থানা-পুলিশ ১৫টি সোনার বারসহ দুজনকে আটক করেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় বারগুলো জব্দ করা হয়। আটক ব‍্যক্তিরা হলেন ইমন (৩২) ও আবুল হোসেন (৩৫)। তাঁরা দুজনই ঢাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক। তিনি আজকের পত্রিকাকে বলেন, সকালে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি গাড়িতে চড়ে খুলনার উদ্দেশে আসেন তাঁরা দুজন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা জিরোপয়েন্ট এলাকায় সাতক্ষীরা যাওয়ার জন্য নামেন। দুজনের জুতার মধ্যে সোনার বারগুলো লুকানো থাকায় হাঁটতে কষ্ট হচ্ছিল। এ সময়ে থানার একজন পুলিশ কর্মকর্তার তাঁদের হাঁটার ভঙ্গিমা দেখে সন্দেহ হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করেন, জুতার মধ্যে সোনার বার রয়েছে। ওসি আরও বলেন, জিরোপয়েন্টে নেমে তাঁরা সাতক্ষীরার বাসের খোঁজ করছিলেন। তাঁরা সাতক্ষীরা হয়ে বারগুলো ভারতে পাচার করতে চেয়েছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত