Ajker Patrika

ঝিকরগাছায় জুট মিলে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঝিকরগাছায় জুট মিলে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি

যশোরের ঝিকরগাছার কীত্তিপুরে আবুল ইসলাম জুট মিলসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাটের গর্দা (ছাঁটাই অংশ) পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী মিলের এক শ্রমিক জানান, মিলের পাশে রাখা পাটের গর্দায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে সে আগুন পুরো গর্দায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আবুল ইসলাম জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক মাজাহারুল ইসলাম প্রিন্স বলেন, ঈদের কারণে মিল বন্ধ থাকায় কোনো শ্রমিক ছিল না। আজ এগারোটার দিকে একজন নিরাপত্তা কর্মী পাটের গর্দায় আগুন জ্বলতে দেখে। মুহূর্তে তা পুরো গর্দায় ছড়িয়ে পড়ে। এতে আনুমানিক ৩ হাজার মেট্রিকটন গর্দা পুড়ে গেছে। যার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

ঝিকরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নয়ন বাবু চৌধুরী বলেন, গর্দার পাশেই পুকুর থাকায় সহজে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আগুন লাগার কারণ বোঝা যাচ্ছে না। মাঠে যাতায়াতকারীদের বিড়ি-সিগারেটের আগুন থেকে সূত্রপাত হতে পারে আবার নাশকতামূলকও হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত