Ajker Patrika

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ৪১
Thumbnail image

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় আলামিন হোসেন (২৬) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। 
 
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের পাঁচমাইল বাজারে এ দুর্ঘটনা ঘটনা। 

নিহত আলামিন হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের মানিকদিহিপাড়ার জবেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন চানাচুর বিক্রেতা ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজার থেকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আলামিন হোসেন। পাঁচমাইল বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রয়েল পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। দ্রুতগামী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ঘটনার পর বাসচালক পালিয়ে যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত