Ajker Patrika

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বেনাপোলে ককটেল বিস্ফোরণ, তিন যুবক আহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১০: ৩৬
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বেনাপোলে ককটেল বিস্ফোরণ, তিন যুবক আহত

যশোরের বেনাপোল সীমান্তে ককটেল বিস্ফোরণে তিন যুবক গুরুতর জখম হয়েছেন। আহতদের স্বজনেরা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। শনিবার রাত সাড়ে ১০টায় বেনাপোল সীমান্তের পুটখালী মধ্যমপাড়ায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। 

আহতেরা হলেন, যশোরের বেনাপোল পুটখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল (৩৫), জিয়াউর রহমানের ছেলে রাশেদ (৪০) ও বাগআচাঁড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান (৪০)।

আহতদের মধ্যে রাশেদ নামের এক যুবকের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। সোহেল ও আশিকুরের অবস্থাও আশঙ্কাজনক। 

এদিকে আহতেরা জানান, তাঁরা তিন বন্ধু রাত সাড়ে ৮টার দিকে পুটখালী মধ্যপাড়ায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত কেউ তাঁদের ওপর বোমা হামলা করে। এ সময় রাশেদের বাম হাতের কবজি উড়ে যায়।   

এদিকে অপর একটি সূত্র জানিয়েছে, আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তারের জন্য তাঁরা বোমা তৈরি করছিলেন। এ সময় নিজেদের বোমা বিস্ফোরণে তাঁরা আহত হন।  

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সালাউদ্দীন স্বপন জানান, বোমায় আহতদের মধ্যে রাশেদের অবস্থা আশঙ্কাজনক। 

বেনাপোল পোর্ট থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, ককটেল বিস্ফোরণে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত