সাতক্ষীরা প্রতিনিধি
চার দিনের ব্যবধানে দুইবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়ার চাচার বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত তরুণী শহরের একটি বালিকা বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
এ বিষয়ে কাটিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বলেন, গত ৩ মে সাতক্ষীরা শহরতলির ইটাগাছার বনলতা হাউজিং কমপ্লেক্স এলাকায় একসময়কার সহপাঠীর বাড়িতে গিয়ে পূর্বপরিচিত হৃদয় হোসেন নামের এক যুবক ওই তরুণীকে চেতনানাশক স্প্রে করে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। একইভাবে ৭ মে সন্ধ্যার পর বাড়ির পেছনে এক নারীর সহযোগিতায় গোয়ালঘরে হৃদয় তাকে আবারও ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। চার দিনের ব্যবধানে ওই তরুণী দুইবার ধর্ষণের অভিযোগে তার বাবা বাদী হয়ে ৯ মে সাতক্ষীরা সদর থানায় হৃদয় হোসেন ও দুই নারীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। অভিযুক্ত হৃদয়ের বাড়ি জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইরুনিয়নের খলিষাবুনিয়া গ্রামে। মামলা রেকর্ড করার পর ঘটনাস্থলে গিয়ে এবং অভিযুক্ত দুই নারীসহ চারজনকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ শেষে ভুক্তভোগীর বক্তব্যের সঙ্গে মামলায় বর্ণিত অভিযোগ গোলমেলে মনে হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। ১০ মে ওই তরুণী সাতক্ষীরার বিচারিক হাকিম ইয়াসমিন নাহারের কাছে ২২ ধারায় জবানবন্দি দেয়। একই দিন সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা করা হয়। মামলার পর থেকে মেয়েটি বিমর্ষ ছিল।
মিজানুর রহমান আরও বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে শিক্ষার্থীর মরদেহ তার বাড়িসংলগ্ন চাচার ঘর থেকে উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
চার দিনের ব্যবধানে দুইবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়ার চাচার বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত তরুণী শহরের একটি বালিকা বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
এ বিষয়ে কাটিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বলেন, গত ৩ মে সাতক্ষীরা শহরতলির ইটাগাছার বনলতা হাউজিং কমপ্লেক্স এলাকায় একসময়কার সহপাঠীর বাড়িতে গিয়ে পূর্বপরিচিত হৃদয় হোসেন নামের এক যুবক ওই তরুণীকে চেতনানাশক স্প্রে করে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। একইভাবে ৭ মে সন্ধ্যার পর বাড়ির পেছনে এক নারীর সহযোগিতায় গোয়ালঘরে হৃদয় তাকে আবারও ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। চার দিনের ব্যবধানে ওই তরুণী দুইবার ধর্ষণের অভিযোগে তার বাবা বাদী হয়ে ৯ মে সাতক্ষীরা সদর থানায় হৃদয় হোসেন ও দুই নারীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। অভিযুক্ত হৃদয়ের বাড়ি জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইরুনিয়নের খলিষাবুনিয়া গ্রামে। মামলা রেকর্ড করার পর ঘটনাস্থলে গিয়ে এবং অভিযুক্ত দুই নারীসহ চারজনকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ শেষে ভুক্তভোগীর বক্তব্যের সঙ্গে মামলায় বর্ণিত অভিযোগ গোলমেলে মনে হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। ১০ মে ওই তরুণী সাতক্ষীরার বিচারিক হাকিম ইয়াসমিন নাহারের কাছে ২২ ধারায় জবানবন্দি দেয়। একই দিন সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা করা হয়। মামলার পর থেকে মেয়েটি বিমর্ষ ছিল।
মিজানুর রহমান আরও বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে শিক্ষার্থীর মরদেহ তার বাড়িসংলগ্ন চাচার ঘর থেকে উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এ হত্যাকাণ্ড ঘটে।
২ মিনিট আগেকর্মসূচিতে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা আমাদের সব বৈষম্য দূরীকরণের জন্য আগেও আন্দোলন করেছিলাম। পরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করেছি। কিন্তু বর্তমানে এই প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করছে। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলেও আমাদের সঙ্গে বৈষম্য করার জবাব
১৬ মিনিট আগেবেড়া পৌরসভার দক্ষিণপাড়া এলাকার তাহের উদ্দিনের বাড়িতে ১০-১২ দিন আগে একটি সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই করা হয়। আজ ওই ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে ঢুকে ঢালাইয়ের বাঁশ ও খুঁটি খুলছিলেন শ্রমিকেরা। এ সময় তাঁরা চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
২০ মিনিট আগেগণপিটুনিতে জামাই-শ্বশুর নিহতের ঘটনায় রংপুরের তারাগঞ্জে গ্রেপ্তার চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তারাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ রিমান্ড মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগে