প্রতিনিধি, পাটকেলঘাটা (সাতক্ষীরা)
সাতক্ষীরার পাটকেল ঘাটায় অন্য বছরের তুলনায় এবার পাটের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষাবাদ হয়েছে। এ বছর পাট চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৮৫০ হেক্টর জমি। কিন্তু পাটের ফলন ভালো না হওয়ায় কৃষকেদের অনেকে লোকসানের শঙ্কায় আছেন।
বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা হলে তাঁরা জানান, গত দুই বছর বাজারে পাটের দাম ভালো ছিল। এতে তাদের লাভও ভালো হয়েছে। যে কারণে অনেক কৃষকই চাষের জমির পরিমাণ বৃদ্ধি করেছেন। পাটকেল ঘাটার শহিদুল গাজী জানান, এ মৌসুমে তিনি ৪ বিঘা জমিতে তোষা জাতের পাট চাষ করেছেন। গত বছর তিনি পাট আবাদ করেছিলেন ৩ বিঘা জমিতে। সব মিলে বিঘাপ্রতি তার ৯ হাজার টাকার বেশি উৎপাদন খরচ হতে পারে। তবে গত মৌসুমে পাট উৎপাদন করে তাঁর লাভ হয়েছিল বলেও জানান তিনি।
একই গ্রামের কৃষক শফিদুল ইসলাম জানান, তিনি ১০ থেকে ১৫ বছর ধরে অন্যান্য ফসলের পাশাপাশি পাট চাষ করে আসছেন। এ বছরও তিনি ২ বিঘা জমিতে তোষা জাতের পাট আবাদ করেছেন। কিন্তু অন্য বছরের তুলনায় ফলন কম হওয়ায় হতাশ তিনি। তার ওপর বর্তমানে পাটের বাজার দর কম ২ হাজার থেকে ২২ শ টাকায় মন বিক্রি হচ্ছে। এতে বর্গাচাষিরা ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তিনি।
সাতক্ষীরা জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক আশিষ কুমার জানান, জেলায় অন্য বছরের তুলনায় ২০ ভাগ বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। এ এলাকার কৃষকেরা অন্যান্য ফসলের পাশাপাশি কমবেশি পাট চাষ করেন। গত তিন-চার বছরের তুলনায় এ বছর উৎপাদন লক্ষ্যও বেশি ছিল। এবার জেলায় তোষা, ফাল্গুনী, মেসতা, গুটি ও স্থানীয় জাতের পাট চাষ করা হয়েছে। তবে স্থানীয় জাতের থেকে এ অঞ্চলে তোষা জাতের পাটের উৎপাদন ভালো হয়। তোষা জাত থেকে হেক্টরপ্রতি গড়ে ১৩ থেকে ১৪ বেল পর্যন্ত পাট পাওয়া সম্ভব।
সাতক্ষীরার পাটকেল ঘাটায় অন্য বছরের তুলনায় এবার পাটের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষাবাদ হয়েছে। এ বছর পাট চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৮৫০ হেক্টর জমি। কিন্তু পাটের ফলন ভালো না হওয়ায় কৃষকেদের অনেকে লোকসানের শঙ্কায় আছেন।
বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা হলে তাঁরা জানান, গত দুই বছর বাজারে পাটের দাম ভালো ছিল। এতে তাদের লাভও ভালো হয়েছে। যে কারণে অনেক কৃষকই চাষের জমির পরিমাণ বৃদ্ধি করেছেন। পাটকেল ঘাটার শহিদুল গাজী জানান, এ মৌসুমে তিনি ৪ বিঘা জমিতে তোষা জাতের পাট চাষ করেছেন। গত বছর তিনি পাট আবাদ করেছিলেন ৩ বিঘা জমিতে। সব মিলে বিঘাপ্রতি তার ৯ হাজার টাকার বেশি উৎপাদন খরচ হতে পারে। তবে গত মৌসুমে পাট উৎপাদন করে তাঁর লাভ হয়েছিল বলেও জানান তিনি।
একই গ্রামের কৃষক শফিদুল ইসলাম জানান, তিনি ১০ থেকে ১৫ বছর ধরে অন্যান্য ফসলের পাশাপাশি পাট চাষ করে আসছেন। এ বছরও তিনি ২ বিঘা জমিতে তোষা জাতের পাট আবাদ করেছেন। কিন্তু অন্য বছরের তুলনায় ফলন কম হওয়ায় হতাশ তিনি। তার ওপর বর্তমানে পাটের বাজার দর কম ২ হাজার থেকে ২২ শ টাকায় মন বিক্রি হচ্ছে। এতে বর্গাচাষিরা ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তিনি।
সাতক্ষীরা জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক আশিষ কুমার জানান, জেলায় অন্য বছরের তুলনায় ২০ ভাগ বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। এ এলাকার কৃষকেরা অন্যান্য ফসলের পাশাপাশি কমবেশি পাট চাষ করেন। গত তিন-চার বছরের তুলনায় এ বছর উৎপাদন লক্ষ্যও বেশি ছিল। এবার জেলায় তোষা, ফাল্গুনী, মেসতা, গুটি ও স্থানীয় জাতের পাট চাষ করা হয়েছে। তবে স্থানীয় জাতের থেকে এ অঞ্চলে তোষা জাতের পাটের উৎপাদন ভালো হয়। তোষা জাত থেকে হেক্টরপ্রতি গড়ে ১৩ থেকে ১৪ বেল পর্যন্ত পাট পাওয়া সম্ভব।
সমাপনী অনুষ্ঠানে বলা হয়, গত ২৫ জুন থেকে শুরু হওয়া মাসব্যাপী বৃক্ষমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে। এতে মোট ১১২টি স্টল অংশ নেয়। এর মধ্যে সরকারি ৮টি, বেসরকারি ৮টি, সিঙ্গেল নার্সারি ৯২টি এবং ১৮টি ডাবল নার্সারি ছিল। বিক্রি হওয়া চারার মধ্যে ফলজ ছিল ৩ লাখ ৩৭ হাজার ৬৪০, বনজ ২ লাখ ৪৮ হাজার
৪ মিনিট আগেমানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে ১২ ও ১৬ বছরের দুই শিশুকে মারধরের পর চুরি মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ দুই শিশুকে ১৮ বছর দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারের সময় শিশুদের হাতে হাতকড়া পরিয়ে থানায় আনা হয়।
৭ মিনিট আগেজানতে চাইলে আজ সন্ধ্যায় তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ। এ জন্য তিনি মঙ্গলবারের আগে শিক্ষার্থীদের হলসহ যাঁর যাঁর আবাসনে এসে অবস্থান নেওয়ার আহবান জানান।
১৩ মিনিট আগেবাড়ির মালিক শহিদ মিয়া বলেন, ‘আমি বিদেশে থেকে সারা জীবন কষ্ট করে এই ভবন তৈরি করেছি। এটাই আমার শেষ সম্বল। কোনো ধরনের নির্মাণ ত্রুটি ছিল না ভবন নির্মাণে। এখন আমি কী করব, বুঝতে পারছি না।’
১৫ মিনিট আগে