প্রতিনিধি
কুমারখালী (কুষ্টিয়া): সংক্রমণ নিয়ন্ত্রণে কুষ্টিয়ার কুমারখালীতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে করোনা প্রতিরোধ কমিটি ও প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক জরুরি সভায় আজ শুক্রবার থেকে ওষুধের দোকান ব্যতীত সকল দোকান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৮ জন। যা এ পর্যন্ত উপজেলায় সকল রেকর্ড ছাড়িয়ে। এ নিয়ে উপজেলায় মোট সংক্রমণ ৮২৮ জন। এ পর্যন্ত সংক্রমণে মারা গেছেন ১১ জন।
এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা করোনায় প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের মধ্যে সর্বোচ্চ। গত তিন দিনে রেকর্ডসংখ্যক শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, জেলার সঙ্গে তাল মিলিয়ে কুমারখালীতেও ছিল কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু মানুষের অসচেতনতায় গত সাত দিনে রেকর্ড পরিমান রোগী শনাক্ত। এপর্যন্ত উপজেলা মোট আটশো জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা ১১ জন।
উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান বলেন, করোনা প্রতিরোধ কমিটির সভা হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক আজ ১৮ জুন হতে উপজেলায় ওষুধের দোকান ব্যতীত সকল দোকান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুমারখালী (কুষ্টিয়া): সংক্রমণ নিয়ন্ত্রণে কুষ্টিয়ার কুমারখালীতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে করোনা প্রতিরোধ কমিটি ও প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক জরুরি সভায় আজ শুক্রবার থেকে ওষুধের দোকান ব্যতীত সকল দোকান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৮ জন। যা এ পর্যন্ত উপজেলায় সকল রেকর্ড ছাড়িয়ে। এ নিয়ে উপজেলায় মোট সংক্রমণ ৮২৮ জন। এ পর্যন্ত সংক্রমণে মারা গেছেন ১১ জন।
এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা করোনায় প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের মধ্যে সর্বোচ্চ। গত তিন দিনে রেকর্ডসংখ্যক শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, জেলার সঙ্গে তাল মিলিয়ে কুমারখালীতেও ছিল কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু মানুষের অসচেতনতায় গত সাত দিনে রেকর্ড পরিমান রোগী শনাক্ত। এপর্যন্ত উপজেলা মোট আটশো জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা ১১ জন।
উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান বলেন, করোনা প্রতিরোধ কমিটির সভা হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক আজ ১৮ জুন হতে উপজেলায় ওষুধের দোকান ব্যতীত সকল দোকান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই হ্যাকারের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে বিপুল ইলেকট্রনিক সরঞ্জাম ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এই হ্যাকারদের বিরুদ্ধে এলাকার জন্য বরাদ্দ বয়স্ক, বিধবা ভাতাসহ বিভিন্ন দপ্তরের ভাতা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
১০ মিনিট আগেযোগ্যতা না থাকা সত্ত্বেও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের বিষয়টি প্রমাণিত হয়েছে। অভিযুক্ত শিক্ষক মো. তাজবিউল ইসলামের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।
১৭ মিনিট আগেদিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে ট্রেনের নিচে কাটা পড়ে আশরাফুল ইসলাম (৪০) নামে এক যুবকের একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বজ্রপাতে শাহাবুদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত ৯টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী চুড়ইল বিলসংলগ্ন বুড়িতলা এলাকায় এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে