অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে সাবেক হুইপসহ আওয়ামী লীগের ১৬৪ জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে গত ৪ আগস্ট জনতা বন্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে।
গতকাল মঙ্গলবার মো. জোবায়ের হোসেন নামে উপজেলা বিএনপির এক নেতা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন–সাবেক হুইপ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আব্দুল ওহাব, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত প্রমুখ।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাদুল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলায় ১৬৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।’
মামলার এজাহারে বলা হয়েছে, মামলার বাদী মো. জোবায়ের হোসেনের তথ্যমতে, গত ৪ আগস্ট দুপুরে নওয়াপাড়া হাইওয়ে থানার পার্শ্বে নওয়াপাড়া ফেরিঘাট চত্বরে বেআইনিভাবে জনতা বন্ধে অগ্নিসংযোগ করে পথরোধ করে। এবং হত্যার উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ করা ও ভাঙচুরের মাধ্যমে ক্ষতিসাধন করে আসামিরা।
যশোরের অভয়নগরে সাবেক হুইপসহ আওয়ামী লীগের ১৬৪ জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে গত ৪ আগস্ট জনতা বন্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে।
গতকাল মঙ্গলবার মো. জোবায়ের হোসেন নামে উপজেলা বিএনপির এক নেতা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন–সাবেক হুইপ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আব্দুল ওহাব, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত প্রমুখ।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাদুল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলায় ১৬৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।’
মামলার এজাহারে বলা হয়েছে, মামলার বাদী মো. জোবায়ের হোসেনের তথ্যমতে, গত ৪ আগস্ট দুপুরে নওয়াপাড়া হাইওয়ে থানার পার্শ্বে নওয়াপাড়া ফেরিঘাট চত্বরে বেআইনিভাবে জনতা বন্ধে অগ্নিসংযোগ করে পথরোধ করে। এবং হত্যার উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ করা ও ভাঙচুরের মাধ্যমে ক্ষতিসাধন করে আসামিরা।
জানা গেছে, এ বছর ইলিশ মৌসুমের প্রথম থেকে জেলেদের জালে তেমন একটা মাছ ধরা পড়েনি। এর মধ্যে ১৫ জুলাই পর্যন্ত ছিল গভীর সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা। এরপর জেলেরা জাল নৌকা ও ট্রলার নিয়ে সমুদ্রে মাছ শিকারে ব্যস্ত সময় পার করলেও আশানুরূপ মাছ জালে ধরা পড়েনি। এদিকে গত শুক্রবার থেকে সাগরে নিম্নচাপ দেখা দেওয়ায়...
৬ মিনিট আগেভোলায় একটি পিস্তল এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। তাঁরা দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য বলে কোস্টগার্ড জানিয়েছে। আজ রোববার সকালে কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
৯ মিনিট আগেসরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) দরপত্রের মাধ্যমে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি ও উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল বাঁধ সংস্কারের ঠিকাদারি কাজ পান। উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে তাঁদের বাঁধ নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে।
৩৬ মিনিট আগেরাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
১ ঘণ্টা আগে