Ajker Patrika

মহম্মদপুরে বাছুরে পাট খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫ 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মহম্মদপুরে বাছুরে পাট খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫ 

মাগুরার মহম্মদপুরে বাছুরে পাট খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে ফরিদপুর ও মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলা সদরের চরজাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা ও পুলিশ জানান, শুক্রবার দুপুরে চরজাঙ্গালিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে তৈয়েব আলীর বাছুরে প্রতিবেশী দরবেশ শেখের ছেলে হাফিজারের খেতের পাট খায়। এ নিয়ে তৈয়েব এবং হাফিজারের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। বিষয়টি জানাজানি হলে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১৫ ব্যক্তি আহত হন। 

তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মো. ইকবাল (২৮), আলী রেজা (২৫), শোয়েব (৩৬), তৈয়েব (৩০), মতিয়ার (৭০), হাফিজার (৬৫), মুন্নাফ (৩৫) এবং রাসেলকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ইকবাল, আলী রেজা, শোয়েব ও তৈয়েবকে ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। কোনো পক্ষ মামলাও করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত