Ajker Patrika

শৈলকুপায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৫: ২৮
শৈলকুপায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় বিষধর গোখরো সাপের কামড়ে শুকুর আলী (৬৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হাবিবপুর এলাকার গোহাট নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহত শুকুর আলী উপজেলার পৌর এলাকার ঝাউদিয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, তিনি সাপ ধরতে যান গোহাট এলাকার এক দোকানে। সাপটি ধরে বস্তায় ভরার সময় তাঁর ডান হাতে ছোবল মারে। এরপর সাপ ধরে নিয়ে তিনি নিজেই রাত ৮টার সময় শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। কর্তব্যরত ডাক্তার অ্যান্টি ভেনম প্রয়োগ করে বাঁচানোর চেষ্টা করলেও তিনি রাত ৯টার সময় মারা যান। 

এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডা. কনক হোসেন বলেন, সাপের দংশনের বেশ কিছু সময় পর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এরপর এন্টিভেনম প্রয়োগসহ যাবতীয় চিকিৎসা দেওয়ার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত