Ajker Patrika

পরীক্ষা চলাকালীন মোবাইলে কথা বলার অভিযোগে হল সুপারকে অব্যাহতি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২৩, ১৯: ২৪
Thumbnail image

এসএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রে মোবাইল ফোনে কথা বলার অভিযোগে ওই কেন্দ্রের হল সুপারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি চলমান এসএসসি পরীক্ষার আর কোনো দায়িত্বে থাকতে পারবেন না বলে জানিয়েছেন ইউএনও। 

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা কলারোয়ার সোনবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলী বিশ্বাস। 

অব্যাহতি পাওয়া শিক্ষকের নাম জিয়াউল হক। তিনি উপজেলার সোনবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে হল সুপারের দায়িত্বে ছিলেন। জিয়াউল হক বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক। 

এ বিষয়ে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু আজকের পত্রিকাকে বলেন, এসএসসি পরীক্ষার্থীদের বাণিজ্য বিভাগের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পরীক্ষা ছিল আজ। পরীক্ষা চলাকালীন ওই শিক্ষক স্কুলের মিটিং সম্পর্কে ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। বিষয়টি পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা ট্যাগ অফিসারের নজরে আসে। পরে তিনিই বিষয়টি ইউএনওকে জানান। 

প্রধান শিক্ষক আসাদুজ্জামান চান্দু আরও বলেন, পরে ওই শিক্ষককে ইউএনও অফিসে ডাকা হয়। ওই শিক্ষককে এই পরীক্ষার সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘এসএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রে দায়িত্বরত কোনো শিক্ষক-শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইস রাখতে পারবে না এমন নির্দেশনা শুরু থেকেই ছিল। সেই নির্দেশনা উপেক্ষা করে মোবাইল ফোনে কথা বলার কারণে সোনবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক এবং ওই পরীক্ষাকেন্দ্রের দায়িত্বরত হল সুপার জিয়াউল হককে পরবর্তী পরীক্ষাগুলোর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে উপজেলার সকল কেন্দ্রের পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পেরেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত